হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন রুবেল, নিতে হবে বিশ্রাম

আরটিভি অনলাইন স্পোর্টস

বৃহস্পতিবার, ২২ জুন ২০১৭ , ১০:২২ পিএম


হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন রুবেল, নিতে হবে বিশ্রাম
ফাইল ছবি

ভারতের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল খেলার পর হোটেল রুমের দরজায় ধাক্কা খান রুবেল হোসেন। এতে তার বাম চোখ ও কানের মাঝের হাড় খানিকটা নড়ে যায়। শুরুতে একে পাত্তাই দেননি তিনি। তবে ধীরে ধীরে তা গুরুতর আকার ধারণ করে।

বিজ্ঞাপন

শেষমেশ বাংলাদেশ রিভার্স সুইং তারকাকে ছুরি-কাঁচির নিচে যেতে হয়েছে। অস্ত্রোপচার সফলও হয়েছে। বৃহস্পতিবার রুবেলের এক্স-রে করা হয়। রিপোর্ট ভালো আসায় তাকে সঙ্গে সঙ্গেই হাসপাতাল ছেড়ে যাবার অনুমতি দেয়া হয়েছে। আজ দুপুরেই হাসপাতাল ছেড়ে মিরপুরের বাসায় ফিরে আসার বিষয়টি নিশ্চিত করেছেন রুবেল হোসেন। আপাতত বাসায় বিশ্রাম নেবেন তিনি। তবে ঈদ করতে বাগেরহাট যাবেন কিনা তা এখনো নিশ্চিত না।

এদিন দুপুরে রুবেলের দেয়া ফেসবুক পোস্টে বলা হয়, আলহামদুলিল্লাহ, অপারেশন ভালো হয়েছে... সবাই রুবেল ভাইয়ের জন্য দোয়া করবেন... যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে মাঠে ফিরতে পারেন... ইনশাআল্লাহ।

বিজ্ঞাপন

রুবেলের বিষয়ে বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, সেরে উঠতে সর্বোচ্চ ছয় সপ্তাহ সময় লাগতে পারে। আরেকটু এদিক-সেদিক হলে অনেক বেশি ভুগতে হতে তাকে।

তিনি আরো বলেন, বড় ধরনের বিপদ থেকে বেঁচে গেছেন রুবেল। চোখের আরেকটু কাছে আঘাত পেলে অনেক বড় সমস্যায় পড়তে হতো তাকে।

আসছে ১৮ আগস্ট বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ২২ থেকে ২৪ আগস্ট ফতুল্লায় বিসিবি একাদশের সঙ্গে তিনদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। এরপর ২৭ থেকে ৩১ আগস্ট মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে সিরিজের প্রথম টেস্ট। ৪ থেকে ৮ সেপ্টেম্বর চট্টগ্রামে হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। ১০ জুলাই অস্ট্রেলিয়া সফর উপলক্ষে ক্যাম্প শুরু করবে বাংলাদেশ।

বিজ্ঞাপন

এ ব্যাপারে রুবেল বলেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজটা খেলতে চাই। চেষ্টা করবো নিজের সর্বোচ্চটুকু দেয়ার জন্য।


এইচএম 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission