ঢাকামঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

ভারি বর্ষণে চট্টগ্রাম ও সিলেটে পাহাড় ধসের আশঙ্কা

আরটিভি অনলাইন রিপোর্ট

শনিবার, ০১ জুলাই ২০১৭ , ০৮:৫৮ পিএম


loading/img

ভারি থেকে অতি ভারি বর্ষণের কারণে চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে পাহাড়ধসের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অফিস।

বিজ্ঞাপন

শনিবার সন্ধ্যায় আবহাওয়া অফিস থেকে এ বিজ্ঞপ্তি দেয়া হয়। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম সই করা বিজ্ঞপ্তিতে বলেন, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে শনিবার সন্ধ্যায় ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। ভারী থেকে অতি ভারি বৃষ্টির কারণে সিলেট ও চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে।

এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রী সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

বিজ্ঞাপন

পরবর্তী ৭২ ঘণ্টায় আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা অতিক্রম করে বিহার হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারী অবস্থায় রয়েছে।

গেলো ১২ জুন রাঙামাটি, বান্দরবান ও চট্টগ্রামে পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে দেড় শতাধিক মানুষ নিহত হন।

বিজ্ঞাপন

এসএস 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...

Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |