এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক শাকিল খান ভুয়া ফেসবুক আইডি নিয়ে বিড়ম্বনায় পড়েছেন। দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে তিনি। এখন পরিবার ও ব্যবসা নিয়েও ব্যস্ত সময় কাটছে তার।
সম্প্রতি শাকিল নামে ভুয়া একটি ফেসবুক আইডি থেকে যৌথ প্রযোজনার চলচ্চিত্র নিয়ে তথ্যমন্ত্রীকে ইঙ্গিত করে 'আপত্তিকর' একটি স্ট্যাটাস দেয়া হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে শাকিল খান বলেন, ফেসবুকে আমার একটি আইডি আছে। এর বাইরে আমার নামে যেসব ফেসবুক আইডি আছে তা ভুয়া। সেখান থেকে যদি কেউ কোনোরকম মানহানিকর বা বিভ্রান্তিমূলক স্ট্যাটাস দেন তার দায়ভার আমার না। এসব বিষয়ের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।
'আমার ঘর আমার বেহেশত' ছবির মাধ্যমে ১৯৯৭ সালে চলচ্চিত্রে পদার্পন করেন শাকিল খান। ক্যারিয়ারের জনপ্রিয়তার তুঙ্গে অবস্থানকালীন সময়ে চিত্রনায়িকা পপির সঙ্গে এ নায়কের প্রেম-বিয়ের গুঞ্জন সবসময়ই মুখরোচক সংবাদ ছিল। তবে সেসব খবরের সত্যতা জানা যায়নি।
এইচএম