বাবা হারালেন ফারিয়া

রোববার, ১৬ জুলাই ২০১৭ , ১২:২২ পিএম


বাবা হারালেন ফারিয়া

দেশের জনপ্রিয় মডেল-অভিনেত্রী শবনম ফারিয়ার বাবা ডা. মীর আবদুল্লাহ না ফেরার দেশে চলে গেলেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)।

বিজ্ঞাপন

রোবরার সকাল ৭টায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফারিয়ার বাবা। 

এর আগে ৮ জুলাই হৃদরোগে আক্রান্ত হলে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা তাকে। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

বিজ্ঞাপন

মৃত্যুকালে ডা. মীর আবদুল্লাহ স্ত্রী ও তিন মেয়ে, আত্মীয়-স্বজন আর অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

বাবার মৃত্যু খবর জানিয়ে ফারিয়া তার ফেসবুক পাতায় লেখেন, বাবা আমাকে ফেলে না ফেরার দেশে চলে গেলো। তার সঙ্গে কিন্তু আমার এমন কথা ছিল না! এই প্রথম বাবা আমাকে কোনো কথা দিয়ে রাখলো না!

পারিবারিক সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টায় শান্তিনগর স্কয়ার পার্কে ডা. মীর আবদুল্লাহর প্রথম জানাজার পর তাকে নিয়ে যাওয়া হবে চাঁদপুরের মতলবে তার গ্রামের বাড়ি মান্দারতলীতে। সেখানে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। ডা. মীর আবদুল্লাহ ১৯৭১ সালে ছাত্রাবস্থায় মহান মুক্তিযুদ্ধে অংশ নেন।

বিজ্ঞাপন

এদিকে শনিবার ছোট পর্দার আরেক দর্শকপ্রিয় অভিনেত্রী শার্লিন ফারজানার মা ফরিদা খান হেনা মারা গেছেন।

এইচএম 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission