ঢাকাবৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

অ্যান্টার্কটিকায় বিয়ে করে ইতিহাস

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

বুধবার, ১৯ জুলাই ২০১৭ , ১১:১১ এএম


loading/img

বিয়ে,তাও আবার বরফাবৃত অ্যান্টার্কটিকায় ।এমন কাণ্ড করে বসলেন একযুগল। তারাই প্রথমবারের মতো ব্রিটিশ অ্যান্টার্কটিকায়  বিয়ের বন্ধনে আবদ্ধ হয়ে ইতিহাস তৈরি করলেন।
 

বিজ্ঞাপন

পৃথিবীর পঞ্চম বৃহত্তম মহাদেশ অ্যান্টার্কটিকা। দক্ষিণ মেরুতে অবস্থিত অ্যান্টার্কটিকা মহাদেশের গড়ে ৯৮ ভাগই প্রায় দুই কিলোমিটার পুরু বরফাবৃত। এ মহাদেশে বছরের শীতলতম সময়ে তাপমাত্রা গড়ে মাইনাস ৬৩ ডিগ্রি সেলসিয়াস থাকে। প্রচণ্ড ঠান্ডার কারণে এই মহাদেশে স্থায়ী কোনো মানুষের বসবাস নেই।
 

সারা বছর চার পাঁচ হাজার মানুষ গবেষণার কাজে সেখানে বেড়াতে যান। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে এক দম্পতি নিজেদের বিয়ের জন্য বেছে নিয়েছিলেন অ্যান্টার্কটিকার এই হিমশীতল ঠান্ডার পরিবেশকে। অ্যান্টার্কটিকায় বিয়ে করে অনন্য নজির স্থাপন করা এই জুটি হলেন জুলি বাউম এবং টম সিলভেস্টার।

বিজ্ঞাপন

দু’জনই  পোলার অঞ্চলের গাইডের কাজ করেন। তাই বিয়ের ভেন্যু হিসেবে তাদের কাছে এটাই ছিল প্রধান পছন্দের জায়গা। সারা পৃথিবীতে ভ্রমণ করে বেড়ানো এ যুগল চাইতেন পৃথিবীর একেবারে প্রত্যন্ত কোনো জায়গায় নিজেদের বিয়ে আনুষ্ঠানিকতা সারবেন। শেষ পর্যন্ত ঘটলও তাই। মাইনাস ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে।
 
বিয়েতে অতিথি হিসেবে হাজির ছিলেন তাদের মতোই ব্রিটিশ অ্যান্টার্কটিকায়  সার্ভে সেন্টারে কাজ করা তাদের কিছু সহকর্মী।

৩৪ বছরের নববধূ বলেন, বিয়ের জন্য এর চেয়ে ভালো জায়গা আর কী হতে পারে। 
 
এপি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |