দেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী সুজন আরিফ। তার গাওয়া বেশকিছু গান জনপ্রিয় হয়েছে। এবার নতুন গান নিয়ে আসছেন এ সঙ্গীতশিল্পী। গানের নাম চল হাঁটি।
গানটি যৌথভাবে লিখেছেন এ মিজান ও ভেজা কন্ঠ। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর ও সঙ্গীত করেছেন আরিফ। সম্প্রতি গানটির ভিডিও তৈরি হয়েছে।
ভিডিওতে থাকছেন বিশেষ চমক। মডেল হিসেবে দেখা যাবে কলকাতার মডেল অভিনেত্রী মৌমিতা হারিকে। ভিডিওটি নির্মাণ করেছেন মাহিন আওলাদ। মানিকগঞ্জের বিভিন্ন মনোরম লোকেশনে শুটিং হয়েছে।
এ ব্যাপারে সুজন আরিফ বলেন, গানটি আমার খুব পছন্দের। আর ভিডিওটি মাহিন আওলাদ অনেক খুব যত্ন করে তৈরি করেছেন। সেটা দর্শকরা দেখলেই বুঝতে পারবে। আমি বিশ্বাস এটি সবার ভালো লাগবে।
মাহিন আওলাদ বলেন, প্রথমত গানটি অসাধারণ। আমি চেষ্টা করেছি গানের সঙ্গে মিল রেখে ভালো কিছু করার। ভিডিওটি দর্শকরা দেখেই বুঝতে পারবে। আমি ভীষণ আশাবাদী।
সোমবার ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে গানটির ভিডিও।
এইচএম