ঢাকাশুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

নিজেকে ‘সমকামী’ ঘোষণা করলেন এই অভিনেতা! (ভিডিও)

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ০৬ জানুয়ারি ২০২৩ , ০৮:২০ পিএম


loading/img

প্রায় ১৮ বছর পর সব দ্বন্দ্ব কাটিয়ে নিজের যৌনতাকে বৈধতা দিলেন হলিউড অভিনেতা নোয়া শ্ন্যাপ। সোশ্যাল মিডিয়ায় নিজেকে একজন ‘সমকামী’ হিসেবে পরিচিতি দিলেন তিনি।

বিজ্ঞাপন

একটি ভিডিও পোস্ট করে ‘স্ট্রেঞ্জার থিংস’ খ্যাত এ অভিনেতা লিখেছেন, ‘১৮ বছর পর সব ভয় কাটিয়ে যখন আমার পরিবার ও বন্ধুবান্ধবকে জানালাম, আমি সমকামী। তারা সবাই বললেন যে, তারা জানতেন।’

বিজ্ঞাপন

‘স্ট্রেঞ্জার থিংস’-এ নোয়া যে চরিত্রে অভিনয় করেছেন, সেই উইল বায়ার্সের সঙ্গে তার বাস্তব জীবনেও বেশ মিল রয়েছে। ভিডিওর ক্যাপশনে সে বিষয়টি জানিয়েছেন এ অভিনেতা।

প্রসঙ্গত, ২০২২ সালের জুলাইয়ে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পায় ‘স্ট্রেঞ্জার থিংস’-এর চতুর্থ সিজন। এই সিজনে গল্পের অন্যতম প্রধান চরিত্র মাইক হুইলারের প্রতি নিজের ভালবাসার কথা স্বীকার করেন উইল। পর্দায় উইলের চরিত্রে অভিনয় করা সেই নোয়া এবার বাস্তব জীবনেও সকল মানসিক দ্বন্দ্ব কাটিয়ে নিজেকে ‘সমকামী’ ঘোষণা করলেন।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |