নায়করাজ রাজ্জাকের জন্মদিনে শাকিবের প্রার্থনা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২৩ জানুয়ারি ২০২৩ , ০৯:৩৯ পিএম


নায়করাজ রাজ্জাকের জন্মদিনে শাকিবের প্রার্থনা

আজকের দিনেই পৃথিবীতে এসেছিলেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক। দিনটিতে তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছেন ভক্ত ও সিনেমা অঙ্গনের মানুষেরা।

বিজ্ঞাপন

নায়করাজের স্মরণে চিত্রনায়ক শাকিব খান তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, ‘পরপারেও যেন আল্লাহ আপনাকে দুনিয়ার মতো শান্তি ও মর্যাদার আসনে রাখেন, সবসময় এই দোয়া করি।’

বিজ্ঞাপন

শাকিবের অভিভাবকের মতো ছিলেন রাজ্জাক। এ নায়ক আগেই জানিয়েছিলেন, ‘নায়করাজ রাজ্জাক ছিলেন আমার মাথার ওপরে সুবিশাল আকাশ। ছায়ায় ও মায়ায় আগলে রেখে ভালোবাসা ও পরামর্শ দিতেন। অনেকদিন দেখা না হলেও কিভাবে যেন বুঝে যেতেন কিসের মধ্যে আছি, এটাই বুঝি আত্মার সম্পর্ক!’

অভিনয় দক্ষতায় দর্শকমহলে নায়কদের শিরোমনি হয়ে উঠেছিলেন নায়করাজ রাজ্জাক। সেলুলয়েডের ফিতায় বন্দি তার অসংখ্য অমর চরিত্র আজও দর্শকদের স্মৃতিকাতর করে। কোটি বাঙালির হৃদয়ে আজও তিনি বেঁচে আছেন। যতোদিন বাংলাদেশ থাকবে, বাংলাদেশের সিনেমা থাকবে, ততোদিনই তিনি সকলের হৃদয়ে অহংকার হয়ে থাকবেন।

২০১৭ সালের ২১ আগস্ট সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৫ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করেন তিনি। নায়করাজ রাজ্জাকের মতো কিংবদন্তি নায়ক আর হয়তো আসবে না। তার মতো এমন অভিভাবক আর হয়তো পাবে না ফিল্ম ইন্ডাস্ট্রির মানুষ।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission