আসছে ঈদে মুক্তির অপেক্ষায় রয়েছে ইয়াশ-ঐশী জুটির সিনেমা ‘আদম’। ইতোমধ্যে সিনেমাটির পোস্টার ও ট্রেলার প্রকাশ্যে এসেছে। তবে সিনেমাটির প্রচারে অংশ না নেওয়ায় নায়িকার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন নির্মাতা আবু তাওহীদ হিরণ।
তার ভাষ্যমতে, ‘সিনেমাটির প্রচারে অভিনেতা-অভিনেত্রী সবাইকে জানানো হয়েছে। ট্রেলার রিলিজের পর লিংক পাঠানো হয়েছে। কেউ শেয়ার দিয়েছেন, কেউ দেননি। ফার্স্টলুক নিয়ে ইয়াশ প্রচারণা করেছেন। কিন্তু ঐশী কেন করল না, জানি না।’
এদিকে নির্মাতার এমন অভিযোগের প্রেক্ষিতে ঐশী গণমাধ্যমকে জানান, ‘মাসখানেক আগেও সিনেমার প্রচারণার বিষয়ে তার (নির্মাতা) সঙ্গে দীর্ঘ সময় আলোচনা করেছি। তিনি হয়তো ব্যস্ততার কারণে আমাকে ট্রেলার, পোস্টার কোনো কিছুর লিংক পাঠাননি। এমনকি প্রকাশের আগেও আমাকে কিছুই জানানো হয়নি।’
নিজের আগ্রহের কথা জানিয়ে তিনি যোগ করেন, ‘সিনেমাটির ঘোষণার পর থেকে সবচেয়ে বেশি প্রচার করেছি আমি। এখনও গণমাধ্যমকর্মীরা সিনেমাটি প্রসঙ্গে জানতে চাইলে, আমি কথা বলি। এই সিনেমাটি নিয়ে আমার ভালোলাগা, প্রত্যাশা সবই বেশি। এখন পর্যন্ত করা সিনেমাগুলোর মধ্যে, এটাতেই বেশি পরিশ্রমের সুযোগ পেয়েছি। কাজের ক্ষেত্রে পরিশ্রম করতে পারলে আমার আনন্দ লাগে।’