ঈদের চতুর্থ দিন আরটিভিতে বিশেষ নাটক ‘ভুল বুঝো না’

কুদরত উল্লাহ

মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩ , ১২:৪৮ পিএম


জিয়াউল ফারুক অপূর্ব ও নিলাঞ্জনা নিলা

জীবন যুদ্ধে পরাজিত শাকিলের বিয়ের আগের দিন বিয়ে ভেঙে যায়। তবু মনকে মানিয়ে নিয়ে নিজের ক্যারিয়ের দিকে মনোযোগ দেয় সে। অফিসে শাকিলের রিপোর্টিং বস তাকে পছন্দ করলেও অফিস-সিন্ডিকেটের কারণে ঝামেলা চিলতে থাকে শাকিলের।

বিজ্ঞাপন

এক সময় অসৎ সিন্ডিকেটের কারণে চাকুরি চলে যায় শাকিলের। পুরোপুরি বিপর্যস্ত শাকিল উপায় না পেয়ে মেস ছেড়ে এক দুসম্পর্কের ফুঁপির বাসায় ওঠে। ফুঁপির একমাত্র মেয়ে এবং সিমরান। সিমরান শাকিলের একেবারে বিপরীত। শাকিল ধীর-স্থির, শান্ত-ভদ্র, সিমরান চঞ্চল-দুরন্ত।

বিজ্ঞাপন

প্রথমে শাকিলের আগমন সিমরান ঠিক মেনে নিতে পারে নি। কিন্তু শাকিলের সততা, ভদ্রতা ধীরে ধীরে মুগ্ধ করে তোলে সিমরানকে। এদিকে দিন যায়, মাস যায় শাকিল পথে পথে ঘুরে, চাকুরীর সন্ধান করে কিন্তু হায় চাকরি তো সোনার হরিণ! শাকিল আস্তে আস্তে বুঝতে পারে সিমরান তার প্রতি দুর্বল হয়ে পরছে। কিন্তু নিজের অবস্থা ভালো করেই জানে শাকিল তাই সে কোনোভাবেই সিমরনকে প্রশ্রয় দেয় না।

এদিকে অনেক কাঠখড় পুরিয়ে শাকিলের চাকরী হয়। সিমরান সেদিন রাতে শকিল কে প্রপোজ করে। শাকিল দন্দে পরে যায়। এমনই গল্পে নির্মিত হয়েছে বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত ঈদের বিশেষ নাটক ‘ভুল বুঝো না’। রচনা চয়ন দেব ও পরিচালনা বি ইউ শুভ। অভিনয়ে জিয়াউল ফারুক অপূর্ব, নীলাঞ্জনা নীলা প্রমুখ। এটি ঈদের চতুর্থ দিন মঙ্গলবার (২৫ এপ্রিল) রাত ৮টা ১০ মিনিটে আরটিভিতে প্রচার হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission