ঈদে আরটিভির পর্দায় ৭ ওয়েবফিল্মের ওয়ার্ল্ড প্রিমিয়ার

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ২৮ জুন ২০২৩ , ১১:৪৭ এএম


ঈদে আরটিভির পর্দায় ৭ ওয়েবফিল্মের ওয়ার্ল্ড প্রিমিয়ার

বর্তমানে বিশ্বজুড়েই ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে ওয়েবফিল্ম। আর দর্শকদের চাহিদাকে প্রাধান্য দিয়ে পবিত্র ঈদুল আজহা ২০২৩ উপলক্ষে আরটিভির পর্দায় ঈদের দিন থেকে ৭দিনব্যাপী দুপুর ২টা ১০ মিনিটে প্রতিদিন একটি করে ওয়েবফিল্ম প্রচারিত হবে।

বিজ্ঞাপন

আরটিভি ঈদ আয়োজনের প্রচার সূচিতে ঈদের দিন দুপুর ২টা ১০ মিনিটে প্রচার হবে ওয়েব ফিল্ম ‘স্বপ্নভূক’। এটি রচনা ও পরিচালনা করেছেন মাসুম শাহরিয়ার। অভিনয়ে- সাদিয়া আয়মান, মনোজ প্রামাণিক, শাহেদ আলী সুজন, শতাব্দী ওয়াদুদ প্রমুখ।    

বিজ্ঞাপন

ঈদের ২য় দিন দুপুর ২টা ১০ মিনিটে প্রচার হবে ওয়েব ফিল্ম ‘মার্ডার ৯০’। মেজবাহউদ্দিন সুমনের রচনায় এটি নির্মাণ করেছেন আবু হায়াত মাহমুদ। অভিনয়ে- প্রার্থনা ফারদিন দিঘী, খায়রুল বাশার, রুনা খান, শিল্পী সরকার অপুসহ অনেকেই।  

ঈদের ৩য় দিন দুপুর ২টা ১০ মিনিটে প্রচার হবে ওয়েব ফিল্ম  ‘টাকশাল’। রচনা ও পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। অভিনয়ে- মিশা সওদাগর, তানহা তাসনিয়া খান, শহীদুজ্জামান খান, মামুনুর রশিদ প্রমুখ।  

বিজ্ঞাপন

ঈদের ৪র্থ দিন দুপুর ২টা ১০ মিনিটে প্রচার হবে ওয়েব ফিল্ম ‘বাবার বাইক’। রচনা ও পরিচালনা করেছেন তারিক মুহাম্মদ হাসান। অভিনয়ে- আরশ খান, আনামিকা এৗশি, লুৎফর রহমান জর্জ প্রমুখ। 

ঈদের ৫ম দিন দুপুর ২টা ১০ মিনিটে প্রচার হবে ওয়েব ফিল্ম ‘অবাক কান্ড’। রচনা: রাজিবুল ইসলাম রাজিবের চরনায় এটি নির্মাণ করেছেন মেহেদী রনি। অভিনয়ে- ইয়াশ রোহান, তানজিম সায়েরা তটিনী, তারিক আনাম খান প্রমুখ। 

ঈদের ৬ষ্ঠ দিন দুপুর ২টা ১০ মিনিটে প্রচার হবে ওয়েব ফিল্ম ‘নীলার চিঠি’। শাহজাহান সৌরভের রচনায় এটি পরিচালনা করেছেন এম হাসনাত সেন্টু। অভিনয়ে- ইরফান সাজ্জাদ, সাফা কবির, মাসুম বাসার, মিলি বাসার প্রমুখ।   

ঈদের ৭ম দিন দুপুর ২টা ১০ মিনিটে প্রচার হবে ওয়েব ফিল্ম ‘সন্ধ্যা নামের নদীটা’। রচনা ও পরিচালনা করেছেন হিমু আকরাম। অভিনয়ে- শ্যামল মওলা, ফারজানা আহসান মিহি, আশীষ খন্দকার, শতাব্দী ওয়াদুদসহ অনেকেই। 
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission