• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

বিয়ের আগে যে কারণে মন্দিরে পরিণীতি-রাঘব

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ০২ জুলাই ২০২৩, ১৬:২৪
বিয়ের আগে যে কারণে মন্দিরে গেলেন পরিণীতি-রাঘব

কয়েক দিন আগেই বাগদান সেরেছেন আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডা-বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। চলতি বছরেই সাতপাকে বাঁধা পড়বেন এই জুটি। আপাতত সেই আয়োজন নিয়েই ব্যস্ত সময় পার করছেন তারা। তবে এর মধ্যেই সময় বের করে একসঙ্গে ঘুরতে গেলেন দুজন।

ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের এই সফরের ভিডিও ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা গেছে, স্বর্ণমন্দিরে গিয়েছেন এই যুগল। সেদিন একটি সাদা পোশাক পরেছিলেন পরিণীতি। অন্যদিকে সাদা কুর্তা-পাজামা পরেছিলেন রাঘব। সঙ্গে ধূসর রঙের জওহর কোট।

অমৃতসর বিমানবন্দর থেকে সোজা স্বর্ণ মন্দিরে পৌঁছে যেতে দেখা যায় তাদের। জীবনের নতুন ইনিংস যাতে সুখের হয় সেই কামনা নিয়েই শ্রী হরমিন্দর সাহিবে আশীর্বাদ নিতে গিয়েছিলেন রাঘব-পরিণীতি।

তারা দুজনেই সেই স্বর্ণমন্দিরের সামনে দাঁড়িয়ে একসঙ্গে ছবি তুলে সেগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। আংটিবদলের অনুষ্ঠানের পর থেকেই কয়েকদিন ধরে জয়পুর, উদয়পুরের বিভিন্ন হোটেল ঘুরে দেখছিলেন এই প্রেমিকযুগল।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, চলতি বছরের শীতে উদয়পুরের ‘দ্য ওবেরয় উদয়বিলাস’ হোটেলে বসতে চলেছে রাঘব-পরিণীতি বিয়ের আসর।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়