অকালে প্রাণ গেল জনপ্রিয় ইউটিউবারের

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ০২ জুলাই ২০২৩ , ০৬:৩৩ পিএম


জো লিন্ডনার

পৃথিবীতে সবগুলো প্রফেশনের তুলনায় একটু অদ্ভুতই বটে ‘বডি বিল্ডার’ হওয়ার স্বপ্ন। নিজেকে একেবারে মেদ-ফ্রি রেখে শরীরকে  কঠিন নিয়মে বেঁধে ফেলা, মাঝে মধ্যে যার ফলাফল হতে পারে ভয়ানক। সম্প্রতি মাত্র ৩০ বছর বয়সেই প্রাণ হারালেন জনপ্রিয় ইউটিউবার তথা বডি বিল্ডার জো লিন্ডনার। জো-র ঘনিষ্ঠ বন্ধু নোয়েল সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

পাশাপাশি তিনি ভক্তদের কাছে জো-র আত্মার শান্তি কামনার জন্যে প্রার্থনার অনুরোধ করলেন। অনুরাগীরা জো লিন্ডনারের মৃত্যুতে স্বাভাবিকভাবেই শোকস্তব্ধ। জানা গিয়েছে, ‘অ্যানিউরিজম’-এর কারণে শনিবার (১ জুলাই) রাতে তার মৃত্যু হয়েছে। সাধারণত রক্তনালির বাইরের অংশের ফুলে ওঠাকে বলা হয়, ‘অ্যানিউরিজম’। চিকিৎসকদের মতে, বংশগত কারণে এই রোগটি হতে পারে।

বিজ্ঞাপন

প্রাথমিক পর্যায়ে অ্যানিউরিজমের কারণে রক্ত জমাট বেঁধে যায়। স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, CAV3 জিনের পরিবর্তনের কারণে পেশীর রোগ হতে পারে। আর বিখ্যাত ইউটিউবার জোয়েস্থেটিক্সের এই কারণেই মৃত্যু হয়েছে। তার ইনস্টাগ্রামে প্রায় ৮.৫ মিলিয়ন ফলোয়ার এবং ইউটিউব চ্যানেলে ৫০০ মিলিয়ন ভিউয়ারস ছিল। কয়েক সপ্তাহ আগে, মি. লিন্ডনার নিজেই প্রকাশ করেছিলেন যে, তিনি রিপলিং মাসল ডিজিজ (RMD) রোগে আক্রান্ত হয়েছেন।

তিনি শেষ ইনস্টাগ্রাম পোস্টে, নিবিড় বডি বিল্ডিং বন্ধ করার পরে তার ফিটনেস বিষয়ে মুখ খুলেছিলেন। মার্কিন সরকারের ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের একটি অংশ জেনেটিক অ্যান্ড রেয়ার ডিজিজেস ইনফরমেশন সেন্টার (GARD) অনুসারে, আরএমডি একটি বিরল অবস্থা, যা প্রাথমিকভাবে পেশীগুলোকে প্রভাবিত করে। শরীরের ওপর কঠোর কার্যকলাপের জন্যে তিনি এই রোগের শিকার হয়েছেন বলে জানা গিয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission