১২ কোটি টাকায় বাড়ি কিনে চমকে দিলেন জ্যাকলিন

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৪ জুলাই ২০২৩ , ১০:১১ এএম


জ্যাকলিন ফার্নান্দেজ

মুম্বাইয়ে একটি নতুন বিলাসবহুল বাড়ি কিনেছে বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। সম্প্রতি সেই বাড়ির ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

বিজ্ঞাপন

এই অভিনেত্রী এর আগে প্রিয়াঙ্কা চোপড়ার জুহুর বাড়িতে থাকতেন। যেটি তিনি ২০২১ সালে নিয়েছিলেন। তবে বর্তমানে যেখানে নতুন বাড়ি কিনেছেন সেখানে অনেক বলিউড তারকারাই থাকেন। যাদের মধ্যে রয়েছেন সাঈফ আলি খান, কারিনা কাপুর, রণবীর কাপুর এবং আলিয়া ভাট।

ভাইরাল ভিডিওতে জ্যাকলিনের বাড়ির একঝলক দেখা গেছে। যেটি একটি বহুতল অ্যাপার্টমেন্টে অবস্থিত। ১১১৯ বর্গমিটার জায়গা জুড়ে বিস্তৃত এই বাড়িটির দাম ১২ কোটি টাকা। কেনার পর থেকেই চমকে গেছেন সবাই।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ২০২১ সালে প্রিয়াঙ্কা চোপড়ার থেকে ৭ কোটি টাকায় বাড়ি কিনেন জ্যাকলিন। যেই বাড়ির নাম রাখা হয় ‘কর্মযোগ’। এর আগে বান্দ্রায় ভাড়া বাড়িতে থাকতেন অভিনেত্রী।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission