শাহরুখের ‘জওয়ান’ সিনেমার টিকিটের মূল্য কত?

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ০২ সেপ্টেম্বর ২০২৩ , ১০:৫১ এএম


শাহরুখের ‘জওয়ান’ সিনেমার টিকিট মূল্য কত?

বলিউড বাদশাহ শাহরুখ খানের আসন্ন সিনেমা ‘জওয়ান’ নিয়ে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে অভিনেতার ভক্তদের মধ্যে। সিনেমাটি দেখার জন্য অপেক্ষার প্রহর গুনছেন তারা। বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে মুক্তি পায় সিনেমাটির ট্রেলার। ২ মিনিট ৪৫ সেকেন্ডে বহরূপী শাহরুখ যেন রীতিমতো ঝড় তুলেছেন ভক্তদের মনে।

বিজ্ঞাপন

শুক্রবার (১ সেপ্টেম্বর) থেকে ‘জওয়ান’ সিনেমার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। চড়া দামে বিক্রি হচ্ছে টিকিট। তবুও টিকিট সংগ্রহ করতে ভিড় জমাচ্ছেন শাহরুখ ভক্তরা।  

ভারতীয় সংবাদমাধ্যমের সূত্র অনুযায়ী, ভারতের জনপ্রিয় শহরগুলোর মধ্যে রয়েছে— মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু, হায়দরাবাদ, আহমেদাবাদ, চণ্ডীগড়, চেন্নাই, পুণে, কলকাতা। এসব শহরের মধ্যে মুম্বাই ও দিল্লিতে ‘জওয়ান’ সিনেমার (২ডি হিন্দি ভার্সন) টিকিট ২৩০০ এবং ২৪০০ রুপিতে বিক্রি হচ্ছে। যা বাংলাদেশি মুদ্রায় ৩১৮০ টাকা।

বিজ্ঞাপন

ভারতের আরেক গণমাধ্যম ডিএনএ জানায়, শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। এ দিন বেলা ৩টা পর্যন্ত সিনেমাটি মুক্তির প্রথম দিনের টিকিট বিক্রি হয়েছে ১ লাখ ১৮ হাজার। এরই মধ্যে অগ্রিম ৪ কোটি রুপির টিকিট বিক্রি হয়ে গেছে শাহরুখের ‘জওয়ান’ সিনেমার। ধারণা করা হচ্ছে, শনিবার (২ সেপ্টেম্বর) বিক্রি হবে ২ লাখ টিকিট। 

‘জওয়ান’-এ শাহরুখ ছাড়া আরও অভিনয় করেছেন দক্ষিণী সিনেমার লেডি সুপারস্টার নয়নতারা, সানায়া মালহোত্রা, যোগী বাবু। একটি বিশেষ চরিত্রে রয়েছেন প্রিয়মণি। 

শাহরুখ অভিনীত সিনেমা ‘জওয়ান’ নির্মাণ করেছেন নির্মাতা অ্যাটলি কুমার। আগামী ৭ সেপ্টেম্বর হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু, মালায়ালাম এবং কন্নড় ভাষায় মুক্তি পাবে সিনেমাটি। 

বিজ্ঞাপন

সূত্র : ইন্ডিয়া টুডে 
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission