অভিষেকের রহস্যজনক পোস্ট
বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন। দীর্ঘদিন ধরেই এই তারকা দম্পতির সংসার ভাঙার গুঞ্জনে উত্তাল নেটদুনিয়াসহ সিনেমাপাড়া। যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি ঐশ্বরিয়া-অভিষেকের তরফ থেকে। এদিকে বিচ্ছেদের এমন গুঞ্জনের মধ্যেই রহস্যজনক পোস্ট দিলেন অভিষেক।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন অভিষেক। যা দেখে তাদের ডিভোর্সের জল্পনা ফের মাথা চাড়া দিয়ে উঠেছে। সেখানে জীবনের হার, ব্যর্থতা থেকে কী শিক্ষা নেওয়া উচিত সেই বিষয়ে কথা বলেছেন এই অভিনেতা।
আনন্দ চুলানি নামক এক ব্যক্তির পোস্ট ইনস্টাগ্রামের স্টোরিতে শেয়ার করেন অভিষেক। সেখানে লেখা ‘দ্য ফিয়ার অব ফেইলিং উইল ডেস্ট্রয় ইয়োর ড্রিমস। লার্নিং ফ্রম ফেইলিউর উইল বিল্ড ইয়োর ড্রিমস।’
অর্থাৎ হেরে যাওয়ার ভয় স্বপ্নকে নষ্ট করে দেয়। কিন্তু ব্যর্থতা থেকে শিক্ষা নিলে সেটা আপনার স্বপ্নকে বাস্তব করে তোলে।
অভিষেক-ঐশ্বরিয়ার বিচ্ছেদ নিয়ে যতোই জল্পনা চলুক না কেন, কিন্তু কেউই এ বিষয়টি নিয়ে মুখ খুলছেন না। তবে বিটাউনে গুঞ্জন রয়েছে— বচ্চন পরিবারের সঙ্গে খুব একটা ভালো সম্পর্ক নেই ঐশ্বরিয়ার। এমনকি মেয়ে আরাধ্যাকে নিয়ে আলাদাই থাকছেন লাস্যময়ী এই নায়িকা।
সূত্র : হিন্দুস্তান টাইমস
মন্তব্য করুন