২৭ প্রেক্ষাগৃহে আহমেদ রুবেলের ‘পেয়ারার সুবাস’

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৪ , ০১:০২ পিএম


২৭ প্রেক্ষাগৃহে আহমেদ রুবেলের ‘পেয়ারার সুবাস’
২৭ প্রেক্ষাগৃহে আহমেদ রুবেলের ‘পেয়ারার সুবাস’

শোবিজের সদ্য প্রয়াত গুণী অভিনেতা আহমেদ রুবেল। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) মুক্তি পাচ্ছে তার অভিনীত শেষ সিনেমা ‘পেয়ারার সুবাস’। কিন্তু তিনি আজ বেঁচে নেই। গত ৭ ফেব্রুয়ারি না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন এই অভিনেতা। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৫৫। 

বিজ্ঞাপন

জানা গেছে, আজ দেশের ২৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘পেয়ারার সুবাস’। সিনেমাটি নির্মাণ করেছেন নুরুল আলম আতিক। এতে রুবেলের সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। অভিনেতার মৃত্যুর পর সিনেমাটি উৎসর্গ করা হয়েছে তাকে।

এ প্রসঙ্গে সিনেমাটির প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন, অন্ধকার পেরিয়ে সিনেমাটি যেদিন আলোর মুখ দেখেছে, সেদিনই সব বন্ধন ছিন্ন করে চলে গেলেন রুবেল। তাই আমরা সিনেমাটি তার নামে উৎসর্গ করেছি। 

বিজ্ঞাপন

জানা গেছে, নানান জটিলতা কাটিয়ে দীর্ঘ আট বছর পর মুক্তি পাচ্ছে ‘পেয়ারার সুবাস’। ২০১৬ সালে শুরু হয়েছিল সিনেমার শুটিং। এরপর কয়েক দফায় শুটিং পিছিয়ে, সব বাধা পেরিয়ে ২০২০ সালে শেষ হয় সিনেমাটির চিত্রায়ণ। 

পাশাপাশি ‘পেয়ারার সুবাস’র পোস্ট প্রোডাকশনের কাজ শেষ হতে লেগে যায় আরও তিন বছর। পরে সিনেমাটি গেল বছর ৪৫তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়। তবে উৎসবে পুরস্কার না পেলেও সেখানে ইতিবাচক সাড়া পেয়েছিল রুবেল-জয়ার ‘পেয়ারার সুবাস’।     

‘পেয়ারার সুবাস’ মুক্তি পাচ্ছে যেসব প্রেক্ষাগৃহে— স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি শপিং মল, এস.কে এস টাওয়ার, সীমান্ত সম্ভার, সনি স্কোয়ার, বঙ্গবন্ধু মিলিটারী জাদুঘর, বালি আর্কিড, চট্রগ্রাম), বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্ক, রাজশাহী ব্লকবাস্টার সিনেমাস-যমুনা ফিউচার পার্ক, লায়নস সিনেমাস (জিনজিরা), সিলভার স্ক্রীন (চট্রগ্রাম), গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার (সিলেট), শ্যামলী সিনেমা (ঢাকা), মমো-ইন (বগুড়া)।  

বিজ্ঞাপন

এ ছাড়া আরও দেখা যাবে— ম্যাজিক মুভি থিয়েটার ফ্যান্টাসী পার্ক (দিয়াবাড়ী), সিনেস্কোপ (নারায়নগঞ্জ), রুটস সিনেক্লাব (সিরাজগঞ্জ), গুলশান সিনেপ্লেক্স  (নারায়নগঞ্জ), মধুমিতা সিনেমা (ঢাকা), সেনা অডিটোরিয়াম (সাভার), সুগন্ধা (চট্রগ্রাম), শঙ্খ সিনেমা (খুলনা), শাপলা সিনেমা (রংপুর), ছায়াবানী সিনেমা (ময়মনসিংহ), নন্দিতা সিনেমা (সিলেট), মর্ডান সিনেমা (দিনাজপুর), লিবার্টি সিনেমা (খুলনা) এবং স্পনীল সিনেপ্লেক্স (কুষ্টিয়া)।

‘পেয়ারার সুবাস’ সিনেমায় রুবেল-জয়া ছাড়া আরও অভিনয়ে করেছেন— তারিক আনাম খান, আহমেদ রুবেল, দিহান, সুষমা সরকার, মাহমুদ, নূর ইমরান মিঠু, মশিউল আলম, জয়িতা মহালনবিশ, আঁখি আফরোজসহ অনেকেই।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission