• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

ঈদের সপ্তম দিন আরটিভিতে যা দেখবেন

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ১৭ এপ্রিল ২০২৪, ০৮:৪৩
‘তিন অক্ষরে নাম যার’ নাটকের একটি দৃশ্য
‘তিন অক্ষরে নাম যার’ নাটকের একটি দৃশ্য

বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১ । একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন-

সকাল ১০টা ১০মিনিটে বাংলা ছায়াছবি ‘তুই যদি আমার হইতি রে’। অভিনয় করেছেন শাকিব খান, মৌসুমী, ফেরদৌস প্রমুখ।

দুপুর ২টা ১০মিনিটে বাংলা ছায়াছবি ‘কিস্তিমাত’। অভিনয় করেছেন- আরেফিন শুভ, আঁচল, মিশা সওদাগর প্রমুখ।

বিকেল ৫টা ৩০মিনিটে গান ও আড্ডার অনুষ্ঠান ‘মিউজিক অন ফায়ার’। সম্ভাব্য শিল্পী- কর্ণিয়া, অংকন, মেহরাব। প্রযোজক: রাজু আহসান।

বিকেল ৬টায় টক শো ‘ঈদ কার্ণিভাল’। অতিথি- মন্দিরা চক্রবর্তী। উপস্থাপনায়- ইমতু রাতিশ, প্রযোজক দিপু হাজরা।

সন্ধ্যা ৭টায় ৭ পর্বের ধারাবাহিক নাটক- ‘তিন অক্ষরে নাম যার’।

রচনা ও পরিচালনা- হারুন রুশো।

অভিনয় করেছেন- চাষী আলম, সালহা খানম নাদিয়া, মুকিত জাকারিয়া, তানজিম হাসান অনিক, আব্দুল্লাহ রানা, মনিরা আক্তার মিঠু প্রমুখ।

রাত ৭টা ৩০ মিনিটে একক নাটক ‘পেপারম্যান’।

পরিচালনা- আলোক হাসান। অভিনয় করেছেন- মিশু সাব্বির, সেমন্তি সৌমি প্রমুখ।

রাত ৮টা ৩০মিনিটে একক নাটক- ‘সেই রাতে’।

পরিচালনা- সাইদুর ইমন।

অভিনয় করেছেন- মিশু সাব্বির, মুনমুন আহমেদ মুন প্রমুখ।

রাত ৯টা ৩০মিনিটে একক নাটক- ‘এক একে দুই’।

পরিচালনা- রিয়াদ তালুকদার।

অভিনয় করেছেন- আরশ খান, অনামিকা ঐশী প্রমুখ।

রাত ১১টা একক নাটক- ‘উভয় পক্ষ’।

পরিচালনা- সাদেক সাব্বির।

অভিনয় করেছেন- মনোজ প্রামাণিক, তাসনুভা তিশা প্রমুখ।

রাত ১১টা ৫৫মিনিটে ঈদ স্পেশাল লাইভ ‘কালার্স অফ মিউজিক’।

রাত ১২টায় মিনিটে ‘নিউজ টপটেন’।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আরটিভিতে আজ (০৫ অক্টোবর) যা দেখবেন