ছোট পর্দার জনপ্রিয় মুখ ফারহান আহমেদ জোভান। তার কাজের স্বীকৃতিস্বরূপ সম্প্রতি তার মা মিসেস সোহেলী আহমেদ পেয়েছেন ‘আরটিভি স্বপ্নজয়ী মা সম্মাননা ২০২৪’।
রোববার (১২ মে) বিশ্ব মা দিবস উপলক্ষে আরটিভির পক্ষ থেকে তাকে এই সম্মাননা দেওয়া হয়।
এ সময় তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে সোহেলী আহমেদ বলেন, পৃথিবীর সব বাবা-মা নিজেদের অক্লান্ত পরিশ্রম দিয়ে সন্তানদের বড় করে তোলেন। তারপর সেই সন্তানরা যখন সমাজে ও জীবনে সফলতা অর্জন করে, তখন সেই বাবা-মায়ের চেয়ে আর কেউ বেশি খুশি হয় না। আজকে আমি গর্বিত ছেলে জোভানের জন্য। আমি তার মা, আই অ্যাম ব্লেসড।
তিনি আরও বলেন, মা হিসেবে কখনও কিছু ওর কাছে চাইতে হয়নি। ও আমার মুখ দেখেই সব বুঝতে পারে, মায়ের কী দরকার। বাবা-মা সবার জন্য ও খুব কেয়ারিং।
সোহেলী আহমেদ বলেন, আমাকে স্বপ্নজয়ী মা সম্মাননা দেওয়ার জন্য আরটিভিকে ধন্যবাদ।
মায়ের সম্মাননা প্রাপ্তি নিয়ে জোভান বলেন, ইটস এ ব্লেসিং। আরটিভিকে ডেফিনিটলি অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা অ্যাওয়ার্ড অর্গানাইজ করার জন্য এবং আমার মাকে সম্মানিত করার জন্য।