• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

১৮ বছরের বিরতি ভেঙে পর্দায় আসছেন শিল্পা শেঠি

বিনোদন ডেস্ক, আরটিভি

  ০২ জুন ২০২৪, ১৩:২৩
শিল্পা শেঠি
শিল্পা শেঠি

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠি। দীর্ঘদিন ধরেই রুপালি পর্দায় দেখা নেই তার। অবশেষে ১৮ বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় আসছেন তিনি। মনোযোগী হচ্ছেন অভিনয়ে। তবে এবার কোনো বলিউড সিনেমা নয়, শিল্পাকে দেখা যাবে দক্ষিণী সিনেমায়।

শিল্পা শেঠি

জানা গেছে, দক্ষিণের ‘কে ডি: দ্য ডেভিল’ নামের একটি সিনেমায় পর্দা মাতাবেন এই অভিনেত্রী। ইতোমধ্যে সিনেমার কাজও শুরু করেছেন তিনি। এতে শিল্পার সঙ্গে জুটি বেঁধেছেন ধ্রুব সারজা। এ ছাড়া অভিনয়ে আরও থাকছেন বলিউডের সতীর্থ সঞ্জয় দত্ত ও নোরা ফাতেহি। সিনেমাটি নির্মাণ করছেন প্রেম। বড় বাজেটের নির্মিতব্য এই সিনেমাটি আগামী ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

শিল্পা শেঠি

ভারতীয় গণমাধ্যমের সূত্র অনুযায়ী, ‘কে ডি: দ্য ডেভিল’ সিনেমাটি শিল্পাকে নতুন রূপে পর্দায় তুলে ধরতে যাচ্ছে। সিনেমায় তার চরিত্রের নাম ‘সত্যবতী’। যার প্রথম লুক এরই মধ্যে প্রকাশিত হয়েছে। অন্যদিকে ধ্রুব সারজা অভিনয় করছেন গ্যাংস্টারের ভূমিকায়।

সেখানে শিল্পাকে একটি ভিনটেজ গাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। তার পরনে রেট্রো শাড়ি। কাঁধ থেকে ঝুলছে লম্বা বেণী। চোখে পুরোনো আমলের পরিচিত সানগ্লাস। সত্তরের দশকে বেঙ্গালুরুতে ঘটে যাওয়া একটি বাস্তব ঘটনার প্রেক্ষাপটে নির্মিত হচ্ছে সিনেমাটি।

প্রসঙ্গত, ২০০৫ সালে ডি রাজেন্দ্র বাবু পরিচালিত কন্নড় ভাষার ‘অটো শঙ্কর’ সিনেমায় দেখা যায় শিল্পাকে। এতে তার বিপরীতে ছিলেন অভিনেতা উপেন্দ্র। বর্তমানে বলিউডের সঙ্গে পাল্লা দিয়ে যখন দক্ষিণী সিনেমা দর্শকদের মনোযোগ কেড়ে নেওয়া শুরু করেছে, ঠিক সেই সময়ে শিল্পার এমন সিদ্ধান্ত নেওয়াকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন।

সূত্র: আজকাল

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিল্পা শেঠির স্বামীকে নিয়ে চমকপ্রদ তথ্য দিলেন গহনা
শিল্পা শেঠির বাড়িতে তল্লাশি, স্বামী রাজ কুন্দ্রাকে ইডির তলব
৮০ লাখ টাকার গাড়ি চুরি, ফের আইনি জটিলতায় শিল্পা শেঠি
নীল ছবির সেই বাংলাদেশি তরুণীকে নিয়ে যা বললেন শিল্পা শেঠির স্বামী