৮ কনসার্ট করতে কানাডায় যাচ্ছেন জেমস 

বিনোদন ডেস্ক, আরটিভি

সোমবার, ০৩ জুন ২০২৪ , ১০:৪০ পিএম


৮ কনসার্ট করতে কানাডায় যাচ্ছেন জেমস 
ছবি : সংগৃহীত

নগর বাউল জেমস। নামটি শুনলেই নেচে ওঠে সংগীতপ্রেমী মানুষের মন। গুনগুনিয়ে গেয়ে ওঠে ‘এসো চুল খুলে পথে নামি/এসো উল্লাস করি’ অথবা ‘মা’, ‘বাবা’ কিংবা ‘আমার সোনার বাংলা’র মতো গান। নতুন খবর হলো, গেল মাসে লন্ডন মাতানোর পর এবার ৮ কনসার্ট করতে কানাডায় যাচ্ছেন এ গ্লোবাল ব্যান্ড তারকা।

বিজ্ঞাপন

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন।

বিজ্ঞাপন

তিনি বলেন, আগামী ১৮ জুন কানাডার উদ্দেশে দেশ ছাড়বেন জেমস। এরপর ২২ জুন টরেন্টো, ৩০ জুন ভ্যানকুভার, ৬ জুলাই ক্যালগারি, ১৩ জুলাই সাসকাচুয়ান, ২০ জুলাই অন্টারিওর বন্দর শহর হ্যামিলটন, ২১ জুলাই উইন্ডসর, ২৭ জুলাই মনকটন ও ২৮ জুলাই মন্ট্রিয়ালে স্টেজ শো করে দেড় মাসের সফর শেষে তিনি দেশে ফিরবেন। 

বিজ্ঞাপন

সবশেষ ২০২৩ সালের রমজানের ঈদের চাঁদ রাতে প্রকাশিত হয়েছিল জেমসের নতুন গান ‘সবই ভুল’। এরপর তাকে আর নতুন গানে পাওয়া যায়নি। তবে তার পুরোনো গান ‘যেদিন বন্ধু চলে যাব’, ‘কবিতা’, ‘বিজলি’, ‘মীরাবাঈ’, ‘পাগলা হাওয়ার তোড়ে’, ‘লিখতে পারি না কোন গান’, ‘এক নদী যমুনা’, ‘দুষ্টু ছেলের দল’, ‘আমি তোর মনের মতো হতে পারলাম নারে’, ‘তোর প্রেমেতে অন্ধ হলাম’, ‘জেল থেকে আমি বলছি’ ও ‘ফুল নেবে না অশ্রু নেবে বন্ধু’ এখনও মাতিয়ে রেখেছে দর্শক-শ্রোতাদের। রাখবে আরও বহুদিন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission