• ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
logo

৮ কনসার্ট করতে কানাডায় যাচ্ছেন জেমস 

বিনোদন ডেস্ক, আরটিভি

  ০৩ জুন ২০২৪, ২২:৪০
ছবি : সংগৃহীত

নগর বাউল জেমস। নামটি শুনলেই নেচে ওঠে সংগীতপ্রেমী মানুষের মন। গুনগুনিয়ে গেয়ে ওঠে ‘এসো চুল খুলে পথে নামি/এসো উল্লাস করি’ অথবা ‘মা’, ‘বাবা’ কিংবা ‘আমার সোনার বাংলা’র মতো গান। নতুন খবর হলো, গেল মাসে লন্ডন মাতানোর পর এবার ৮ কনসার্ট করতে কানাডায় যাচ্ছেন এ গ্লোবাল ব্যান্ড তারকা।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন।

তিনি বলেন, আগামী ১৮ জুন কানাডার উদ্দেশে দেশ ছাড়বেন জেমস। এরপর ২২ জুন টরেন্টো, ৩০ জুন ভ্যানকুভার, ৬ জুলাই ক্যালগারি, ১৩ জুলাই সাসকাচুয়ান, ২০ জুলাই অন্টারিওর বন্দর শহর হ্যামিলটন, ২১ জুলাই উইন্ডসর, ২৭ জুলাই মনকটন ও ২৮ জুলাই মন্ট্রিয়ালে স্টেজ শো করে দেড় মাসের সফর শেষে তিনি দেশে ফিরবেন।

সবশেষ ২০২৩ সালের রমজানের ঈদের চাঁদ রাতে প্রকাশিত হয়েছিল জেমসের নতুন গান ‘সবই ভুল’। এরপর তাকে আর নতুন গানে পাওয়া যায়নি। তবে তার পুরোনো গান ‘যেদিন বন্ধু চলে যাব’, ‘কবিতা’, ‘বিজলি’, ‘মীরাবাঈ’, ‘পাগলা হাওয়ার তোড়ে’, ‘লিখতে পারি না কোন গান’, ‘এক নদী যমুনা’, ‘দুষ্টু ছেলের দল’, ‘আমি তোর মনের মতো হতে পারলাম নারে’, ‘তোর প্রেমেতে অন্ধ হলাম’, ‘জেল থেকে আমি বলছি’ ও ‘ফুল নেবে না অশ্রু নেবে বন্ধু’ এখনও মাতিয়ে রেখেছে দর্শক-শ্রোতাদের। রাখবে আরও বহুদিন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কানাডা কখনো যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হবে না: ট্রুডো
কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোর পদত্যাগের বিষয়ে যা বললেন ট্রাম্প
কানাডার নতুন প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আলোচনায় যারা
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পদত্যাগের ঘোষণা