বারান্দায় মিষ্টি আলুর চাষ, যা বলছেন জয়ার অনুসারীরা

বিনোদন ডেস্ক, আরটিভি

সোমবার, ০৮ জুলাই ২০২৪ , ০৮:০১ পিএম


বারান্দায় মিষ্টি আলুর চাষ, যা বলছেন জয়ার অনুসারীরা
ছবি: সংগৃহীত

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জয়া আহসান। অভিনয়কে শিরা-উপশিরায় ধারণ করে হয়ে উঠেছেন এপার-ওপার দুই বাংলারই জনপ্রিয় মুখ। প্রায়ই এই অভিনেত্রী নিজের কাজের আপডেট থেকে শুরু করে জীবনযাপনের সব ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। তারই ধারাবাহিকতায় এবার বারান্দার মিষ্টি আলু চাষের ছবি পোস্ট করেছেন তিনি।

বিজ্ঞাপন

সোমবার (৮ জুলাই) ফেসবুকে বেশ কয়েকটি ছবি পোস্ট করে জয়া লিখেছেন, মাটি খুঁড়ে মিষ্টি আলু তোলা সবসময় একটি দুঃসাহসিক কাজ। আমার ছোট্ট বারান্দায় চাষ করা মিষ্টি আলু।  

অভিনেত্রীর এই পোস্টে নানা রকম মন্তব্য করছেন তার অনুসারীরা।

বিজ্ঞাপন

সাংবাদিক জ ই মামুন লিখেছেন, বাপরে, মিষ্টি আলুর স্বাস্থ্য তো মাশাআল্লাহ সেই লেভেলের। আমি তো প্রথমে ওল কচু ভাবছিলাম!

এই মন্তব্যের জবাবও দিয়েছেন জয়া। তিনি লিখেছেন, গাড়ির টায়ারে হয়েছে। গত বছর তো একটা ৪ কেজি হয়েছে।

মডেল ও উপস্থাপিকা মৌসুমী মৌ লিখেছেন, কী দারুণ! 

বিজ্ঞাপন

অভিনেতা এফ এস নাঈম লিখেছেন, বাহ্।

সাগুফতা হাসান নামের আরেকজন লিখেছেন, গাড়ির টায়ারে মিষ্টি আলুর চাষ! দারুণ তো!

সোহাগ গোস্বামী লিখেছেন, নিজের হাতে গাছের পরিচর্যা করার আনন্দই আলাদা।

ইকবাল কবির লিখেছেন, বাহ্! কৃষিবিদ জয়া!

প্রসঙ্গত, গত ১ জুলাই ছিল জয়া আহসানের জন্মদিন। এদিন তার নতুন সিনেমা ‘ওসিডি’র একঝলক অবমুক্ত হয়। তাকে জন্মদিনের উপহার হিসেবে এটি প্রকাশ করেন সিনেমার পরিচালক সৌকর্য ঘোষাল। এতে এই অভিনেত্রীকে দেখা যাবে শ্বেতা চরিত্রে। তার পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে কৌশিক সেন, ফজলুর রহমান বাবু, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, শ্রেয়া ভট্টাচার্য প্রমুখ অভিনয় করেছেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission