ফের বিয়ে করলেন সঞ্জয় দত্ত, তবে...

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ০৯ অক্টোবর ২০২৪ , ০৭:৪৩ পিএম


সংগৃহীত
ছবি: সংগৃহীত

বলিউডের শক্তিমান অভিনেতা সঞ্জয় দত্তের সঙ্গে মান্যতার প্রথম দেখা হয় ২০০৬ সালে। এরপর দুজনেই একে অপরের সঙ্গে কথা বলতে শুরু করেন। খুব তাড়াতাড়ি একে অপরের প্রেমে পড়ে যান। দুজনেই বিয়ে করার সিদ্ধান্ত নেন। ২০০৮ সালে মান‍্যতাকে বিয়ের আগে সঞ্জয় দত্তের কিন্তু একাধিক বিয়ে ছিল।

সম্প্রতি আবারও বিয়ে করেছেন এ অভিনেতা। তবে এবার নতুন কাউকে নয়। স্ত্রী মান্যতাকেই বিয়ে করেছেন, তাকে নিয়ে ঘুরলেন সাতপাকে! 

বিজ্ঞাপন

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সেখানেই দেখা যাচ্ছে গেরুয়া রঙের ধুতি-পাঞ্জাবি পরেছেন অভিনেতা। আর তার স্ত্রী মান্যতার পরনে সাদা রঙের সালোয়ার কামিজ। মাথায় ওড়না দিয়ে ঘোমটা দেওয়া। অগ্নিসাক্ষী রেখে বউয়ের হাত ধরে ঘুরেছেন সঞ্জয়। যা দেখে অনেকে অবাকই হয়েছেন। তবে বিষয়টি নিয়ে মুখ খোলেননি এ দম্পতি।

 

সঞ্জয়ের জীবনে বহু নারীর অবদান রয়েছে। প্রথমে অভিনেত্রী টিনা মুনিমের সঙ্গে তার সম্পর্ক হয়েছিল। তবে বিয়ে পর্যন্ত গড়ায়নি সেই সম্পর্ক। ১৯৮৭ সালে প্রথম বিয়ে করেন অভিনেত্রী রিচা শর্মাকে। মাথায় টিউমারে রিচার মৃত্যুর পর তার জীবনে আসেন মডেল রিয়া পিল্লাই। তার সঙ্গে অবশ্য খুব বেশি দিন সংসার করা হয়নি। দুজনের বিচ্ছেদ হয়। তারপরই জীবনে আসেন মান্যতা। তিনি সঞ্জয় দত্তের তৃতীয় স্ত্রী।

আশির দশক থেকে বলিউডে ক্যারিয়ার শুরু করেন সঞ্জয় দত্ত। ১৩০টিরও বেশি চলচ্চিত্র রয়েছে অভিনেতার ঝুলিতে। তবে তার প্রেমিকার সংখ্যা আরও বেশি। সঞ্জয় নিজেই জানিয়েছিলেন যে, মান্যতার সঙ্গে সম্পর্কের আগে ৩০৮টি ব্যর্থ সম্পর্ক হয়েছিল তার।

বিজ্ঞাপন

এই ৩০৮ জন নারীর মধ্যে বেশ কিছু বলিউড অভিনেত্রীরাও ছিলেন। তার প্রজন্মের প্রায় প্রতিটি অভিনেত্রীর সঙ্গেই তিনি ডেটিং করেছেন।

টিনা মুনিম থেকে মাধুরী দীক্ষিত, তার প্রেমের জাল থেকে বাদ যাননি কেউ। তার নাম জড়ায় রেখার সঙ্গেও। সঞ্জয়ের বায়োপিক নির্মাতা রাজকুমার হিরানি জানিয়েছিলেন, অধিকাংশ ক্ষেত্রেই নাকি মহিলাদের সহানুভূতি কুড়িয়ে তাদের কাছাকাছি পৌঁছে যেতেন সঞ্জয়।

আরটিভি /এএ/এসএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission | powered by TechnoNext Software Limited.