• ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
logo

ওটিটিতে পা রাখছেন মালেক আফসারী

বিনোদন ডেস্ক, আরটিভি

  ২২ অক্টোবর ২০২৪, ০৯:২২
মালেক আফসারী

আশির দশকের প্রথম দিকে সহকারী পরিচালক হিসেবে নিজের কর্মজীবন শুরু করেন ঢালিউড নির্মাতা মালেক আফসারী। পরে নিজেই একে একে নির্মাণ করেছেন ২৪টি সিনেমা। তবে অনেকদিন ধরে পরিচালনায় দেখা নেই তার। বর্তমানে ফেসবুক ও ইউটিউবেই বেশি সক্রিয় তিনি। প্রায়ই বিভিন্ন ইস্যু নিয়ে কনটেন্ট বানিয়ে থাকেন মালেক আফসারী।

এবার জানা গেল, শিগগিরই পরিচালনায় আসছেন এই নির্মাতা। তবে বড় পর্দায় নয়, ওয়েব ফিল্ম বানাবেন মালেক আফসারী।

গত ১৯ শনিবার অক্টোবর একাধিক বিশ্বস্ত সূত্র জানায়, ওটিটিতে পা রাখছেন তিনি। বঙ্গ বিডির প্রযোজনায় প্রথমবারের মতো ওয়েব ফিল্ম পরিচালক হিসেবে দেখা যাবে মালেক আফসারীকে।

ওয়েব ফিল্মটির নাম ‘ফেস টু ফেস’। মূলত একটি উপন্যাস অবলম্বনে নির্মিত হবে ফিল্মটি। বিগত ছয় মাস ধরে চলছে এর চিত্রনাট্যের কাজ। তবে বিষয়টি নিয়ে এখনই বিস্তারিত বলতে নারাজ মালেক আফসারী।

এ প্রসঙ্গে গণমাধ্যমে তিনি বলেন, কিছু একটা হচ্ছে, যা আগে কখনও হয়নি। এসবের কিছুই বলতে পারব না। যা বলার প্রযোজনা প্রতিষ্ঠান অনুষ্ঠানের মাধ্যমে জানাবেন।

প্রসঙ্গত, ঢালিউডে ‘ঘরের বউ’ সিনেমা নির্মাণের মাধ্যমে পূর্ণাঙ্গ চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন মালেক আফসারী। তার পরিচালিত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো— ‘ক্ষতিপূরণ’, ‘ক্ষমা’, ‘ঘৃণা’, ‘দুর্জয়’, ‘এই ঘর এই সংসার’, ‘মনের জ্বালা’, ‘ফুল অ্যান্ড ফাইনাল’ ও ‘পাসওয়ার্ড’।

আরটিভি/এইচএসকে /এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিপুণকে নিয়ে ক্ষোভ ঝাড়লেন মালেক আফসারী