• ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
logo

দুই কোটি না দিলে মরতেই হবে সালমান খানকে!

বিনোদন ডেস্ক, আরটিভি

  ৩০ অক্টোবর ২০২৪, ১৪:৫৪
সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিপদ যেন পিছু ছাড়ছে না বলিউডের ভাইজান সালমান খানের। কদিন আগে তার ঘনিষ্ঠ বন্ধু এনসিপি নেতা ও সাবেক মন্ত্রী বাবা সিদ্দিক খুন হন। গুঞ্জন রয়েছে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হাতে খুন হয়েছেন তিনি। এই ঘটনা নিয়ে যখন গোটা ভারতজুড়ে তোলপাড়, তখন নতুন করে হুমকি পেলেন অভিনেতা।

জানা গেছে, বুধবার (৩০ অক্টোবর) মুম্বাই ট্রাফিক কন্ট্রোল রুমে এক মেসেজ আসে। সেখানেই সালমান খানকে খুনের পরিকল্পনার কথা জানানো হয়। দুই কোটি অর্থ না দিলে মর্মান্তিক পরিণতি করা হবে বলেও জানানো হয়েছে।

এ মেসেজ পাওয়ার পরপরই তৎপর হয় পুলিশ। ইতোমধ্যে খুনের হুমকির অভিযোগে অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে। আর হুমকি দেয়া সেই ব্যক্তি কে, তা খুঁজে বের করার জন্য কাজ করছে পুলিশ।

এদিকে গ্যাংস্টার লরেন্সের ভাইয়ের দাবি, তাদের মুক্তি পেতে বিষ্ণোইদের অর্থ প্রস্তাব দিয়েছিলেন ভাইজান। তারকা নাকি চাইছেন এর বিনিময়ে কৃষ্ণসার হরিণ নিয়ে সমস্যা বিষ্ণোইরা যেন মিটিয়ে নেয়।

প্রাণনাশের হুমকি পাত্তা না দিয়ে ‘সিংহাম অ্যাগেইন’-এর শুটিং করেছেন সালমান। শুটিং ফ্লোরে সালমানের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থাও করেছিলেন রোহিত শেঠি ও তার শুটিং টিম। ছিলেন অজয় দেবগণও।

প্রসঙ্গত, ১৯৯৮ সাল থেকে বিষ্ণোই গ্যাংয়ের হিট তালিকায় রয়েছেন সালমান। ওই বছর ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শুটিংয়ে গিয়ে রাজস্থানে একটি কৃষ্ণসার হরিণ শিকার করেন সালমান। আর এই বিষ্ণোই গ্যাং কৃষ্ণসার হরিণকে মাতৃরূপে পূজা করে। সেই সময় লরেন্সের বয়স ছিল ৫ বছর। তখন থেকেই সালমানকে খুন করার ইচ্ছে প্রকাশ করেন লরেন্স।

বিষ্ণোই গ্যাংয়ের প্রধান লরেন্স এক পুরোনো সাক্ষাৎকারে বলেছিলেন, সালমানকে হত্যা করাই লক্ষ্য। আমাদের আর কোনো লক্ষ্য নেই। কিন্তু সালমান যদি একটি কাজ করেন, তাহলে ক্ষমা করে দিতে পারেন। সেই সাক্ষাৎকারে লরেন্সকে প্রশ্ন করা হয়েছিল, কী করলে সালমানকে তারা ক্ষমা করবেন? উত্তরে তিনি বলেন, আমাদের, বিষ্ণোইদের একটা মন্দির রয়েছে। এই মন্দিরের নাম মুকাম (মুকাম মুক্তিধাম মন্দির)। এই মন্দিরে গিয়ে সালমান যদি ক্ষমা চান এবং বলেন, যা করেছেন, তা ভুল করে করেছেন। মানুষের ভাবাবেগে আঘাত লেগেছে। এক কথায়, সালমানকে মুকাম মন্দিরে এসে ক্ষমা চাইতে হবে।

আরটিভি/ এএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিডিআর হত্যাকাণ্ডে কোনো দেশের সম্পৃক্ততা পেলে দায়ী করা হবে: ফজলুর রহমান
এবার মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ
গর্তে ঢুকিয়ে নারীকে পুড়িয়ে হত্যার ঘটনায় নতুন মোড়
অবিলম্বে ভারতের সীমান্ত হত্যা বন্ধ করা উচিত: মির্জা ফখরুল