• ঢাকা শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১
logo

‘ভুলভুলাইয়া ৩’-‘সিংহাম অ্যাগেইন’ নিষিদ্ধ করল সৌদি আরব

বিনোদন ডেস্ক, আরটিভি

  ০১ নভেম্বর ২০২৪, ১২:২৫
সংগৃহীত
ছবি: সংগৃহীত

শুরুতেই দুঃসংবাদ পেলো ‘ভুলভুলাইয়া ৩’ এবং ‘সিংহাম অ্যাগেইন’। ছবি দুটি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সৌদি আরবে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সৌদি আরবের প্রশাসন থেকে জানানো হয়, সৌদি আরবে মুক্তি পাবে না ‘ভুলভুলাইয়া ৩’ এবং ‘সিংহাম অ্যাগেইন’।

জানা গেছে, ছবি দুটি দেখেছে সে দেশের রিভিউ কমিটি। তাদের মত, এই দুই ছবিই ভায়োলেন্স ভরপুর, রয়েছে যৌনতা। শুধু তাই নয়, এই দুই ছবিরই বিষয় ধর্মীয় ভাবাবেগে আঘাত করতে পারে। সে কারণেই সৌদি আরবে মুক্তি পাবে না এই ছবি। শুধু এই দুই ছবি না, দক্ষিণী ছবি ‘আমরণ’ও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (১ নভেম্বর) মুক্তি পেয়েছে ‘ভুলভুলাইয়া ৩’ এবং ‘সিংহাম অ্যাগেইন’। অগ্রিম বুকিংয়ে রেকর্ড সৃষ্টি করেছে দুই ছবিই। চড়া দামে বিক্রি হচ্ছে টিকিট। ঠিক এ সময় সৌদি আরবের আচরণ যেন দুঃসংবাদ-ই বটে।

‘সিংহাম অ্যাগেইন’-এ অভিনয় করেছেন অজয় দেবগণ, কারিনা কাপুর, রণবীর সিং, দীপিকা, অক্ষয় কুমার, সালমান খান প্রমুখ। অন্যদিকে ভৌতিক সিনেমা ‘ভুলভুলাইয়া ৩’-এ দেখা যাবে মাধুরী দীক্ষিত ও বিদ্যা বালানকে। আরও আছেন কার্তিক আরিয়ান।

আরটিভি /এএ/এসএ

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেগা প্রকল্পে দক্ষ ও প্রশিক্ষিত কর্মী নিতে আগ্রহী সৌদি আরব
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের বিশ্ব শিশু দিবস পালিত
সমুদ্রপথে হজযাত্রী পাঠানোর প্রস্তাবে যা জানাল সৌদি আরব