• ঢাকা শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
logo

ট্রাম্পকে খোঁচা দিয়ে যা বললেন মীর

বিনোদন ডেস্ক, আরটিভি

  ০৭ নভেম্বর ২০২৪, ১৬:৪২
সংগৃহীত
ছবি: সংগৃহীত

হোয়াইট হাউজ ছাড়ার চার বছর পর আবারও সেই কার্যালয়ে প্রেসিডেন্ট হিসেবে ফিরতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। কোটি কোটি আমেরিকান ভোট দিয়ে দ্বিতীয় দফায় তাকে প্রেসিডেন্ট নির্বাচিত করেছেন।

ট্রাম্পের এবারের নির্বাচনি প্রচারণার পর্বকে ইতিহাসের অংশ বললে কম বলা হবে না। প্রচারণার সময় ট্রাম্পকে দুই দফা হত্যা চেষ্টা হয়, তার মূল প্রতিদ্বন্দ্বী জো বাইডেন নির্বাচনের কয়েক মাস আগে নাম সরিয়ে নেন।

এদিকে, আমেরিকার নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে কম আলোচনা-সমালোচনা হলো না। এবারে ট্রাম্পের জয়ে বেশ মেতে উঠতে দেখা গেছে ভারতের বিভিন্ন অঙ্গনে। শোবিজ অঙ্গন থেকেও গেছে নবনির্বাচিত প্রেসিডেন্টের জন্য শুভবার্তা। অভিনন্দন জানিয়েছেন ওপার বাংলার অভিনেতা ও কণ্ঠশিল্পী মীর আফসার আলী। তবে কিছুটা রসিকতাও করেছেন। এর নেপথ্যে ছিল এক বিশেষ কারণ।

২০২০ এ ইলেকশনের আগে ভারত সফর করেন ডোনাল্ড ট্রাম্প। তখন তার আপ্যায়নে কোনও কমতি রাখেনি মোদি সরকার। সেই সফরে ঘটে যাওয়া কিছু ঘটনাই স্মৃতিচারণ করলেন মীর।

ঘটনাটি ছিল, ট্রাম্পকে তখন বিশেষভাবে সংবর্ধনা দেয় ভারত। এরপর ভারতবাসীর উদ্দেশে বক্তব্য রাখেন ট্রাম্প। তখনই স্বামী বিবেকানন্দের নাম উচ্চারণ করতে যেয়ে জিভ ফসকে বলে ফেলেন ‘বিবেকামুন্নন’। এ নিয়ে হাসাহাসিও হয়েছিল যথেষ্ট।

সেই স্মৃতিই উসকে দিলেন মীর। ফের ভারতে নামের ভুল উচ্চারণ করলে রাগ করবেন বলেও খোঁচা দেন তিনি। রসিকতা করে লেখেন, জিতেছেন ভালো কথা। কিন্তু ফের ভারতে এসে বিবেকামুন্নন বললে রাগ করব।

মীরের এই পোস্টে হাসির রোল পড়ে যায় সামাজিক মাধ্যমে। তবে শুধু স্বামী বিবেকানন্দের নাম নয়। বেদ ও সচিন টেন্ডুলকারের নামও ভুল উচ্চারণ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প।

আরটিভি /এএ

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রাম্পের জয়ে সম্পর্কে বড় পরিবর্তন দেখছি না: পররাষ্ট্র উপদেষ্টা
ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে জামায়াত আমিরের বিবৃতি
ট্রাম্পের বিজয় যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব আরও দৃঢ় করবে: জিএম কাদের
ট্রাম্পের নতুন মন্ত্রিসভায় কারা থাকতে পারেন