ট্রাম্পের জয়ে দেশ ছাড়তে পারেন যেসব হলিউড সেলিব্রিটি

বিনোদন ডেস্ক

শনিবার, ০৯ নভেম্বর ২০২৪ , ১১:৪৫ এএম


ট্রাম্পের জয়ে দেশ ছাড়তে পারেন যেসব হলিউড সেলিব্রিটি
ছবি : সংগৃহীত

হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে গত ৫ নভেম্বর শেষ হয়েছে মার্কিন নির্বাচন। এতে ২৯৫ ইলেক্টোরাল ভোট পেয়ে কমলা হ্যারিসকে হারিয়ে মার্কিন প্রেসিডেন্ট হয়েছেন ডোনাল্ড ট্রাম্প (দ্বিতীয় বার)। তবে তার জয়ে খুশি নন অনেক হলিউড তারকা। ফলে নির্বাচনে ট্রাম্প জিতে যাওয়ায় মার্কিন মুলুক ছাড়তে চাচ্ছেন অনেকে।

ফক্স নিউজের এক প্রতিবেদন অনুযায়ী দেখে নেওয়া যাক তালিকায় রয়েছেন কোন কোন হলিউড সেলিব্রিটি— 

বিজ্ঞাপন

রাভেন-সাইমন

২০১৬ সালে যখন প্রথমবার ট্রাম্প ক্ষমতায় এসেছিলেন, সেসময় অভিনেত্রী রাভেন-সাইমন জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র ছেড়ে দেবেন তিনি। মার্কিন মুলুকে তার ভবিষ্যৎ নাকি অন্ধকার। মূলত এ কারণে দেশ ছেড়ে চলে যেতে পারেন রাভেন-সাইমন।

শ্যারন স্টোন

যুক্তরাষ্ট্র ছেড়ে ইতালি চলে যেতে চাচ্ছেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্যারন স্টোন। চলতি বছর জুলাইয়ে তিনি জানিয়েছিলেন, মার্কিন মুলুক ছেড়ে ইতালি চলে যাবেন। সেখানে একটি বাড়ি আছে অভিনেত্রীর। 

বিজ্ঞাপন

এর আগে, ‘নিউইয়র্ক পোস্ট’-কে দেওয়া এক সাক্ষাৎকারে শ্যারন বলেছিলেন, এই প্রথম এমন কাউকে দেখলাম, যিনি এত ঘৃণা ও অত্যাচারের পরিবেশের মধ্যে থেকেও প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে নামতে পেরেছেন।

সোফি টার্নার

ট্রাম্পের জয়ের পর ব্রিটিশ অভিনেত্রী সোফি টার্নারও জানিয়ে দিয়েছেন মার্কিন মুলুক থেকে নিজের জন্মস্থান ইউকে’তে চলে যাবেন তিনি।

চের

বরাবরই ট্রাম্পের সমালোচনা করেছেন মার্কিন অভিনেত্রী-গায়িকা চের। ২০২৩ সালে ‘দ্য টাইমস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে চের জানিয়েছিলেন, ট্রাম্পের প্রেসিডেনশিয়াল রুলের সময় স্বাস্থ্য খারাপ হয়ে গিয়েছিল। এবারও যদি তিনি প্রেসিডেন্ট হয়ে ফিরে আসেন, তাহলে দেশে ছেড়ে বেরিয়ে যেতে হবে আমাকে।

মিনি ড্রাইভার

ইতোমধ্যে যুক্তরাষ্ট্র ছেড়ে চলে গেছেন ব্রিটিশ অভিনেত্রী মিনি ড্রাইভার। চলতি বছরের জুলাইয়ে ‘দ্য টাইমস’-কে দেওয়া সাক্ষাৎকারে মিনি জানিয়েছিলেন, লস অ্যাঞ্জেলেসে তিন দশক থাকার পর ইউকে’তে ফিরে গেছেন তিনি। মূলত ট্রাম্পের জয়ের সম্ভাবনার বিষয়টি আঁচ করে আগেই জলে গেছেন তিনি।

আরটিভি/এইচএসকে/এসএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission | powered by TechnoNext Software Limited.