কাছের মানুষকে হারিয়ে শোকস্তব্ধ কঙ্গনা

বিনোদন ডেস্ক, আরটিভি

রোববার, ১০ নভেম্বর ২০২৪ , ১০:১৯ এএম


কাছের মানুষকে হারিয়ে শোকস্তব্ধ কঙ্গনা

কাছের মানুষকে হারিয়ে শোকস্তব্ধ বলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াত। শুক্রবার (৮ নভেম্বর) অভিনেত্রীর দাদি মা ইন্দ্রাণী ঠাকুরকে হারিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

দাদি মার মৃত্যুর খবরটি অভিনেত্রী নিজেই জানিয়েছেন নেটদুনিয়ায়। সামাজিক যোগাযোগমাধ্যমে দাদি মার সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন কঙ্গনা।

ক্যাপশনে তিনি লিখেছেন, কাল রাতে আমার দাদি মা গত হয়েছেন। কাছের মানুষকে হারিয়ে আমার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। অসাধারণ একজন মানুষ ছিলেন তিনি। আমার দাদি মার পাঁচ সন্তানই ছিল তার মূল সম্পদ।

বিজ্ঞাপন

অভিনেত্রী লেখেন, খুব একটা অসচ্ছলতা না থাকা সত্ত্বেও সন্তানরা যাতে ভালোভাবে মানুষ হন, সেদিকে খেয়াল রেখেছেন দাদি মা। বিশেষ করে মেয়েদের উচ্চশিক্ষার দিকে নজর দিয়েছিলেন তিনি। সেসময়ও সরকারি চাকরি পেয়েছিলেন দাদির মেয়েরা। প্রত্যেক সন্তান ছিল তার গর্ব।

কঙ্গনার আরও লিখেছেন, আমার দাদি মা এতটাই স্বাস্থ্যবান ও প্রাণবন্ত ছিলেন যে, একশ বছরের বেশি বয়স হওয়া সত্ত্বেও নিজের সমস্ত কাজ নিজেই করতেন তিনি। কয়েক দিন আগেই ঘর পরিষ্কার করতে গিয়ে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়।

বিজ্ঞাপন

সবশেষে অভিনেত্রী লিখেছেন, যার ফলে শয্যাশায়ী হয়ে পড়েছিলেন, আমাদের সকলের অনুপ্রেরণা তিনি। আমাদের মাঝেই আজীবন বেঁচে থাকবেন।

আরটিভি/এইচএসকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission