• ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
logo

তিনি খ্যাতির পেছনে ছুটতে গিয়ে পথ হারিয়েছেন: মেহজাবীন

বিনোদন ডেস্ক, আরটিভি

  ১০ নভেম্বর ২০২৪, ১৮:০৬
সংগৃহীত
ছবি: সংগৃহীত

ক্যারিয়ারে অসংখ্য নাটকে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বর্তমানে নাটকের গণ্ডি পেরিয়ে সিনেমা-ওটিটি নিয়েই ব্যস্ত সময় কাটছে তার। একের পর এক ভিন্নধর্মী গল্প আর চরিত্রে পর্দায় নিজেকে মেলে ধরছেন তিনি।

কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব রয়েছেন এই অভিনেত্রী। নিজের ব্যক্তিগত জীবনের নানা মুহূর্তও তুলে ধরেন ভক্তদের মাঝে। সমসাময়িক বিভিন্ন বিষয়েও কথা বলে থাকেন।

এদিকে, বলিউড অভিনেত্রী তৃপ্তি দিমরিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে বেশ আলোচনা-সমালোচনা। এবার সেই বিষয় নিয়ে কথা বলেছেন মেহজাবীন চৌধুরী।

একটি পোস্ট শেয়ার করে মেহজাবীন জানান, দিন শেষে সবাই বিখ্যাত হতে চায়। ক্যাপশনে লিখেছেন, যে ইন্ডাস্ট্রির কথা বলি না কেন, সত্য সবসময় এক থাকে- দর্শকরা সর্বাধিক ক্ষমতার অধিকারী এবং শুধুমাত্র তারাই শিল্পের দিক পরিবর্তন করতে সক্ষম। হয়ত এমন কিছু সিনেমা থাকবে যা অর্থবহ এবং গুরুত্বপূর্ণ, আবার এমন সিনেমাও থাকবে যা কেবল বিনোদনমূলক কিন্তু বিশেষ কোনো প্রভাব ফেলবে না। এটা সম্পূর্ণভাবে দর্শকদের ওপর নির্ভর করে যে তারা কী দেখতে এবং সমর্থন করতে চায়।

মেহজাবীনের কথায়, ব্যক্তিগতভাবে আমি মনে করি, একটি ইন্ডাস্ট্রিতে সব ধরনের সিনেমার জায়গা থাকা উচিত, কিন্তু কাউকে এই বলে দোষারোপ করা ঠিক নয় যে তিনি খ্যাতির পিছনে ছুটতে গিয়ে পথ হারিয়েছেন।

শেষে লিখেছেন, দিনের শেষে সবাই চায় বিখ্যাত হতে, কিন্তু তারা কীসের জন্য খ্যাতি অর্জন করছে, তা নির্ধারণের ক্ষমতা দর্শকদের হাতেই।

এদিকে অনেক দিন ধরেই নতুন নাটকে দেখা যায়নি মেহজাবীনকে। আর তাই বেশ কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড শেয়ার দিচ্ছিলেন তার ভক্তরা। যাতে লেখা, এক দফা, এক দাবি; মেহজাবীন আপুকে রোমান্টিক নাটকে চাই।

অবশেষে ভক্তদের সেই দাবি মেনে নিলেন মেহজাবীন। জানা গেছে, পরিচালক প্রবীর রায় চৌধুরীর রোমান্টিক ঘরানার নাটক ‘বেস্ট ফ্রেন্ড’র নতুন কিস্তিতে দেখা যাবে মেহজাবীনকে। ‘বেস্ট ফ্রেন্ড ২.০’ শিরোনামের এই নাটকে ফারহান আহমেদ জোভানের সঙ্গে জুটি বেঁধে পর্দা মাতাবেন তিনি। মূলত আগামী বছরের ‘ভালোবাসা দিবস’র জন্য নির্মিত হবে নাটকটি।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেহজাবীনের ‘প্রিয় মালতী’ দেখে যা বললেন তারকারা
মেহজাবীনের ‘প্রিয় মালতী’ মুক্তি পাচ্ছে আজ
বিশৃঙ্খলার বিরুদ্ধে লড়াই নিয়ে মেহজাবীনের ‘প্রিয় মালতী’
হলিউড তারকাদের সঙ্গে এক ফ্রেমে মেহজাবীন