গণঅভ্যুত্থান নিয়ে এফডিসিতে ‘জেগেছে বাংলাদেশ’
এফডিসির জসিম ফ্লোরে বেশ কয়েকদিন ধরে চলছিল সেট নির্মাণের কাজ। বিশাল আয়োজন আর ভিন্ন কনসেপ্টের এই সেটে কসরত করছিলেন প্রায় অর্ধশতাধিক শিল্পী। মূল ভূমিকায় মডেল হিসেবে রয়েছেন এ কে আজাদ সেতু, মুনতাহা এমিলিয়া (শিশুশিল্পী)।
খোঁজ নিয়ে জানা গেল, বাংলাদেশের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে রচিত গান ‘জেগেছে বাংলাদেশ’ নির্মাণের জন্যই এই প্রস্তুতি। গানটি রচনা করেছেন ফাহিম আল ইসহাক চৌধুরী। মিউজিক করেছেন আহমেদ হুমায়ুন আর গানটিতে সুর ও কণ্ঠ দিয়েছেন রুবেল খন্দকার।
ফিহা মাল্টিমিডিয়া’র প্রযোজনায় গানটির ভিডিওচিত্র নির্মাণে রয়েছেন নির্মাতা উজ্জ্বল রহমান। ডিওপি রয়েছেন দৃশ্য কারিগর সাহিল রনি। কোরিওগ্রাফিতে আসাদ খান ও তার দল।
গানটির নির্মাণ নিয়ে নির্মাতা উজ্জ্বল রহমান বলেন, আমরা ভিডিওতে অনেক কিছু বলার চেষ্টা করেছি। ১৯৪৭ থেকে ২০২৪, সাধারণ মানুষ আসলে কতভাবে বন্দি সেই চিত্র তুলে ধরার চেষ্টা করছি।
অন্যদিকে গানটির রচয়িতা ফাহিম আল চৌধুরী বলেন, এই গানে সাধারণ মানুষের কথা আছে। বাংলাদেশের সাধারণ মানুষের বার বার অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠার গল্প আছে। প্রবাসী জীবনেও দেশের জন্য যে তীব্র ভালোবাসা তার প্রকাশ আছে।
আরটিভি/এএ-টি
মন্তব্য করুন