• ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
logo

নির্মাতা অনন্য মামুন গালি ডিজার্ভ করে: শাকিব খান

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ১২ নভেম্বর ২০২৪, ১৭:০২
সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় নায়ক শাকিব খান অভিনীত প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র ‘দরদ’ মুক্তি পাচ্ছে ১৫ নভেম্বর। ছবিটি নিয়ে দেশের দর্শকদের অপেক্ষা ছিল। কেননা এই ছবির মাধ্যমে শাকিব প্যান ইন্ডিয়ান চলচ্চিত্রে পা রাখছেন। বাংলাদেশের পাশাপাশি বিশ্বব্যাপী ‘দরদ’ একই দিনে মুক্তি দেওয়া হবে। এই ছবিতে শাকিবের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন বলিউড নায়িকা সোনাল চৌহান।

ছবিটি নিয়ে শাকিব ভক্তদের মাঝে উম্মাদনার কমতি নেই। সেই উন্মাদনায় আরও ঘি ঢালেন অনন্য মামুন। সিনেমা মুক্তিকে কেন্দ্র করে নিজের একের পর এক পরিকল্পনার কথা জানান তিনি। তবে বাস্তবে সেই পরিকল্পনার অধিকাংশই বাস্তবায়ন করতে পারেননি এই নির্মাতা। ফলে শাকিব ভক্ত ও দর্শকদের রোষানলে পড়েছেন তিনি। পাশাপাশি গালিও শুনেছেন অন্তর্জালে।

এদিকে সম্প্রতি কলকাতায় সিনেমাটির ভারতীয় অংশের প্রয়োজক এসকে মুভিজের এক আয়োজনে হাজির হয়ে এই নায়ক বলেন, মালেশিয়াসহ অন্যদেশের অনেকেই ছুটি নিয়ে রেখেছিল গানের জন্য। মামুন অনেক ঝাড় খেয়েছে, গালিও খেয়েছে। ও ডিজার্ভ করে এটা।

এমন মন্তব্যের পর শাকিব অবশ্য হাসিও দিয়েছেন। নায়ক যখন এই মন্তব্য করছিলেন তখন তার পাশেই দাঁড়িয়েছিলেন অনন্য মামুন। তাকেও সেসময় লজ্জা পেতে দেখা যায়।

এদিকে সোমবার ( ১১ নভেম্বর) প্রকাশ পেয়েছে ‘দরদ’ সিনেমার ট্রেলার ও গান। সিনেমা মুক্তির মাত্র ৩ দিন আগে ট্রেলার ও গান মুক্তি দেওয়ায় সমালোচনার মুখে পড়েছেন অনন্য মামুন।

প্রসঙ্গত, বাংলা ভাষার পাশাপাশি দরদ ভারতে মুক্তি পাবে হিন্দি, তামিল, তেলেগু, মালায়ালাম এবং কন্নড় ভাষায়। শাকিব, সোনালসহ এই সিনেমায় অভিনয় করেছেন কলকাতার পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, রাহুল দেবসহ অনেকেই।

কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজ থেকে ২০২৫ সালের জন্য ১৮টি সিনেমা নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। জমকালো আয়োজনের মধ্যে সোমবার সন্ধ্যায় কলকাতার তাজ হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ছিলেন ওপার বাংলার নামী শিল্পী ও পরিচালকরা।

আরটিভি/এএ/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শাকিব আমার সঙ্গে দেখা করতে লুকিয়ে শিলিগুড়ি আসে: অপু
অবশেষে মুক্তির অনুমতি পেল নিষিদ্ধঘোষিত সেই সিনেমা
প্রকাশ্যে এলো শাকিবের ‘বরবাদ’ সিনেমার ফার্স্টলুক
জুয়ার বিজ্ঞাপনে ডিপফেকের শিকার ড. ইউনূস ও শাকিব খান!