• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

নিখোঁজের দুই সপ্তাহ পর খোঁজ মিলল অভিনেত্রীর, অতঃপর...

বিনোদন ডেস্ক, আরটিভি

  ১৫ নভেম্বর ২০২৪, ১৩:০৪
সংগৃহীত
ছবি: সংগৃহীত

গসিপ গার্ল’ খ্যাত অভিনেত্রী চ্যানেল মায়া ব্যাঙ্কসকে দুই সপ্তাহ ধরে নিখোঁজ থাকার পর অবশেষে খুঁজে পাওয়া গেছে। ব্যাঙ্কসকে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে লস এঞ্জেলেস পুলিশ। পরে ব্যাঙ্কসও তার ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে জানান তিনি এখন মুক্ত।

এদিকে, চ্যানেল মায়া ব্যাঙ্কস জানান, তিনি একটি ট্রিপে গিয়েছিলেন এবং তার পরিবার থেকে দূরে যাওয়ার চেষ্টা করেছেন। পরিবারের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ করেন অভিনেত্রী। সেই সঙ্গে ন্যায়বিচারও দাবি করেন।

অভিনেত্রীর নিখোঁজ হওয়ার বিষয়টি নিয়ে বেশ আলোচনার জন্ম হয়। সর্বশেষ ৩০ অক্টোবর ড্যানিয়েল-টরি সিং নামের এক কাজিনকে টেক্সট করেছিলেন চ্যানেল ব্যাঙ্কস। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।

বলে রাখা ভালো, লস অ্যাঞ্জেলেসের প্লেয়া ভিস্তা এলাকার একটি অ্যাপার্টমেন্টে এক বছর ধরে স্বামীর সঙ্গে বসবাস করছিলেন চ্যানেল। গায়েব হওয়ার পর তার ফোন ও ল্যাপটপও খুঁজে পাওয়া যাচ্ছে না।

প্রসঙ্গত, ‘গসিপ গার্ল’ ও ‘ব্লু ব্লাডস’ টিভি সিরিজ দিয়ে পরিচিতি পেয়েছেন চ্যানেল ব্যাঙ্কস। এ ছাড়া ‘টুয়েলভ’ নামের একটি চলচ্চিত্রেও তাকে দেখা গেছে।

আরটিভি/এএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাচসাস পরিবার দিবসে কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারাকে সম্মাননা
পরিচালকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ অভিনেত্রী আইশার
রণবীরের সঙ্গে মাহিরার ঘনিষ্ঠ মুহূর্তের ছবি, যেভাবে সামাল দেন অভিনেত্রী
প্রসবোত্তর অভিজ্ঞতা শেয়ার করে সমালোচনার মুখে সানা খান