বিয়ে করলেন উপস্থাপিকা সারা, পাত্র যিনি

বিনোদন ডেস্ক, আরটিভি

শনিবার, ১৬ নভেম্বর ২০২৪ , ০৬:২৯ পিএম


সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশের একটি দৈনিক পত্রিকায় ‘ক্যাফে লাইভ’ অনুষ্ঠান উপস্থাপনা করে বেশ পরিচিতি পান সারা ফ্যায়রুজ যাইমা। এরপর তাকে নানান শো উপস্থাপনা করতে দেখা গেছে। বর্তমানে তিনি আরটিভির ‘জুম বক্স’ নামে একটি জনপ্রিয় পডকাস্ট হোস্ট করছেন। বুধবার ( ১৩ নভেম্বর) তিনি এই পডকাস্টের একাধিক এপিসোডের শুটিং করেছেন। তার অতিথি হিসেবে সামনের সেই পর্বগুলোতে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী কুসুম শিকদার ও তানহা তাসনিয়াকে।

এসবের মাঝেই শনিবার (১৬ নভেম্বর) পাওয়া গেল সারার বিয়ের খবর। মডেল-উপস্থাপক পিয়া জান্নাতুল সারার  বিয়ের ছবি ফেসবুকে পোস্ট করেছেন।

বিজ্ঞাপন

পিয়া নব দম্পতির ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, কি দারুণ ছবিটি! আমি তোমার জন্য খুব খুশি সারা। গরম গরম বিয়ের ছবি। 

জানা গেছে, সারার বরের নাম কুশল। তিনি একইসঙ্গে চাকরি এবং ব্যবসা করছেন।

বিজ্ঞাপন

সারার বিয়ের ছবিতে দেখা যাচ্ছে, বর-বউয়ের খুবই সাদামাটা সাজ পোশাক। সারা সেজেছেন সাদা জামদানিতে। মাথায় একটি মেরুণ নেটের সোনালি কাজ করা ওড়না। আর হালকা কিছু গোল্ডের গয়না। আর তার স্বামীর পরণে সাদা সুতি পাজামা-পাঞ্জাবি। বিয়ের ছবি দেখে মনে হচ্ছে তারা কোন মসজিদে ছোট্ট পরিসরে আকদ অনুষ্ঠান সম্পন্ন করেছেন। তবে বিয়ের আয়োজন কিংবা ছবি যতই সাদামাটা হোক না কেন, ছবিটিতে তাদের অন্তরে প্রেমের বহিঃপ্রকাশ ঠিকই রয়েছে দারুণভাবে।

আরটিভি/এএ-টি 
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission | powered by TechnoNext Software Limited.