• ঢাকা রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
logo

বিয়ে করলেন উপস্থাপিকা সারা, পাত্র যিনি

বিনোদন ডেস্ক, আরটিভি

  ১৬ নভেম্বর ২০২৪, ১৮:২৯
সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশের একটি দৈনিক পত্রিকায় ‘ক্যাফে লাইভ’ অনুষ্ঠান উপস্থাপনা করে বেশ পরিচিতি পান সারা ফ্যায়রুজ যাইমা। এরপর তাকে নানান শো উপস্থাপনা করতে দেখা গেছে। বর্তমানে তিনি আরটিভির ‘জুম বক্স’ নামে একটি জনপ্রিয় পডকাস্ট হোস্ট করছেন। বুধবার ( ১৩ নভেম্বর) তিনি এই পডকাস্টের একাধিক এপিসোডের শুটিং করেছেন। তার অতিথি হিসেবে সামনের সেই পর্বগুলোতে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী কুসুম শিকদার ও তানহা তাসনিয়াকে।

এসবের মাঝেই শনিবার (১৬ নভেম্বর) পাওয়া গেল সারার বিয়ের খবর। মডেল-উপস্থাপক পিয়া জান্নাতুল সারার বিয়ের ছবি ফেসবুকে পোস্ট করেছেন।

পিয়া নব দম্পতির ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, কি দারুণ ছবিটি! আমি তোমার জন্য খুব খুশি সারা। গরম গরম বিয়ের ছবি।

জানা গেছে, সারার বরের নাম কুশল। তিনি একইসঙ্গে চাকরি এবং ব্যবসা করছেন।

সারার বিয়ের ছবিতে দেখা যাচ্ছে, বর-বউয়ের খুবই সাদামাটা সাজ পোশাক। সারা সেজেছেন সাদা জামদানিতে। মাথায় একটি মেরুণ নেটের সোনালি কাজ করা ওড়না। আর হালকা কিছু গোল্ডের গয়না। আর তার স্বামীর পরণে সাদা সুতি পাজামা-পাঞ্জাবি। বিয়ের ছবি দেখে মনে হচ্ছে তারা কোন মসজিদে ছোট্ট পরিসরে আকদ অনুষ্ঠান সম্পন্ন করেছেন। তবে বিয়ের আয়োজন কিংবা ছবি যতই সাদামাটা হোক না কেন, ছবিটিতে তাদের অন্তরে প্রেমের বহিঃপ্রকাশ ঠিকই রয়েছে দারুণভাবে।

আরটিভি/এএ-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যে কারণে রাজনীতিবিদ বিয়ে করতে চান ‘ভাইরাল কন্যা’ সিঁথি
ফের বিয়ের জন্য যেমন পাত্র খুঁজছেন ফারিয়া
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অনশন
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের মায়ের অনশন