এক জাহাজের কারণে থমকে আছে রাফী-জিতের ‘লায়ন’!
শোবিজের জনপ্রিয় নির্মাতা রায়হান রাফী। ক্যারিয়ারে খুব অল্প সময়েই বেশ কয়েকটি সিনেমা বানিয়ে দর্শকনন্দিত হয়ে উঠেছেন তিনি। তার নির্মিত ও শাকিব খান অভিনীত সিনেমা ‘তুফান’ দিয়ে বক্স-অফিসে ঝড় তোলেন রাফী। এখন নির্মাতার পরিকল্পনায় নতুন সিনেমা ‘লায়ন’।
যেখানে দেখা যাবে কলকাতার নায়ক জিতকে। একদিকে শোনা যাচ্ছে, এক জাহাজের কারণে থমকে আছে সিনেমাটি। অন্যদিকে গুঞ্জন উঠেছে বাজেটের কারণে নাকি স্থগিত রয়েছে রাফীর ‘লায়ন’! তাহলে কি বাংলাদেশের সিনেমায় দেখা যাবে না জিতকে?
দুই বাংলার যৌথ প্রযোজনায় নির্মিত হবে ‘লায়ন’। ওপার বাংলার প্রযোজক হিসেবে থাকবেন শ্যামসুন্দর দে। এটাও শোনা যায়, এই সিনেমায় জিৎ ছাড়া আরও দেখা যেতে পারে চঞ্চল চৌধুরী, আফরান নিশো কিংবা শরিফুল রাজের মতো তারকাদের।
সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষে ‘লায়ন’র শুটিং শুরু হওয়ার কথা থাকলেও বাজেটের কারণে নাকি স্থগিত সিনেমাটি। সম্প্রতি বিষয়টি নিয়ে ভারতীয় গণমাধ্যমে মুখ খুলেছেন প্রযোজক শ্যামসুন্দর দে। তিনি বলেন, একদম বাজে কথা। সিনেমা কেন বন্ধ হবে? প্রায়ই রোজ সিনেমাটি নিয়ে পরিচালক রাফী ও জিতের সঙ্গে কথা হচ্ছে।
তাহলে কেন ‘লায়ন’ নিয়ে এমন গুঞ্জন ছড়াল? এ প্রসঙ্গে তিনি বলেন, সিনেমাটির জন্য একটা জাহাজ লাগবে। সেটি জোগাড় করা সময় এবং ব্যয়সাপেক্ষ। ফলে দুই দেশের প্রযোজনা সংস্থা খুঁজে দেখছে, সস্তায় কোথায় জাহাজ পাওয়া যায়। মূলত, এ কারণেই সময় লাগছে। বাজেটের কারণে নয়। তাই এ বছর নয়, আগামী বছরের গোড়ায় শুরু হবে ‘লায়ন’র শুটিং। সম্ভবত এ খবর থেকেই সিনেমাটি বন্ধ হয়ে যাওয়ার মতো ভিত্তিহীন গুঞ্জন ছড়িয়ে পড়েছে।
তিনি আরও জানান, বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি এটাও রটেছে, সিনেমায় নিশোও থাকছেন না। এরও ভুল ব্যাখ্যা করা হয়েছে।
প্রযোজক বলেন, প্রথমে ঠিক ছিল আগামী ঈদে মুক্তি পাবে সিনেমাটি। সেই অনুযায়ী শুটিংয়ের যে সময় ঠিক করা হয়েছিল সে সময় নিশোকে পাওয়া যাচ্ছিল না। কারণ, তার সিনেমাও ঈদে মুক্তি পাচ্ছে। নিশো ইচ্ছুক নন বলে রাজি হননি, এমন নয়। দুই বাংলার প্রযোজক ও পরিচালক চঞ্চল, নিশো, রাজ— তিন অভিনেতাকে আপাতত নির্বাচন করেছেন। যার দেওয়া সময়ের সঙ্গে শুটিংয়ের সময় মিলবে তাকেই দেখা যাবে ‘লায়নে’। তবে এখনও নায়িকা নির্বাচন হয়নি।
আরটিভি/এইচএসকে-টি
মন্তব্য করুন