• ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
logo

ভিন্ন লুকে নজর কাড়লেন মিম

বিনোদন ডেস্ক, আরটিভি

  ২৪ নভেম্বর ২০২৪, ০৯:৫৮
বিদ্যা সিনহা মিম

স্নিগ্ধ হাসি আর আকর্ষণীয় লুকে বরাবরই সবার নজর কাড়েন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। ভিন্ন ভিন্ন স্টাইল ও সাজপোশাকে ক্যামেরায় নিজেকে মেলে ধরতে কোনো জুড়ি নেই তার। তবে অভিনয়েও কম যান না তিনি।

ক্যারিয়ারে বেশ কিছু সিনেমায় অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন এই নায়িকা। এবার নতুন একটি লুকে নেটিজেনদের দৃষ্টি কেড়েছেন মিম। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সরব অভিনেত্রী।

সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেছেন তিনি। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘আমি মনে করি, কোনো মেয়ে যদি কিংবদন্তি হতে চায়, তার উচিত এগিয়ে যাওয়া এবং তাদের একজন হওয়া।’

ওই ছবিগুলোতে দেখা যায়, অবকাশ যাপনে মরুর দেশ দুবাইতে গেছেন মিম। সেখানে সাদা শ্যাম্পেনে অ্যামি স্প্লিট হেম স্পার্কলি ড্রেসে ফটোশুট করেছেন তিনি। মাথায় বেঁধেছেন লাল গোলাপের খোঁপা, মুখে ভিন্ন স্টাইলে মেকাপের সঙ্গে লাল স্টোনও লাগিয়েছেন অভিনেত্রী। এদিকে ঘোড়ার সঙ্গে খুনসুটিতে মেতেছেন অভিনেত্রী, গলায় হাত বুলিয়ে দিচ্ছেন।

মিমের এমন লুক বেশ প্রশংসা কুড়িয়েছে নেটিজেনদের। একজন লিখেছেন, মাশাআল্লাহ অসাধারণ লাগছে তোমাকে। আরেকজনের ভাষ্য, হলিউড অভিনেত্রীদের মতো লাগছে।


আরটিভি/এইচএসকে/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ বিমানের দুবাইফেরত উড়োজাহাজ জব্দ
যুক্তরাষ্ট্র থেকে ফিরেই সুখবর দিলেন মিম
নিউইয়র্কে স্বামীর সঙ্গে অবকাশ যাপনে মিম
সেইলরে একসঙ্গে সিয়াম-মিম