এ আর রহমানকে বাবার চেয়ে বড় উল্লেখ করে যা বললেন মোহিনী

বিনোদন ডেস্ক, আরটিভি

মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ , ০২:২৪ পিএম


সংগৃহীত
ছবি:সংগৃহীত

সংসার ভাঙল উপমহাদেশের বিখ্যাত সুরকার ও সংগীতশিল্পী এ আর রহমানের। স্ত্রী সায়রা বানুর সঙ্গে ২৯ বছরের দীর্ঘ দাম্পত্য জীবনের ইতি টানলেন তিনি।

বিজ্ঞাপন

বিচ্ছেদ নিয়ে এ আর রহমান তার এক্স হ্যান্ডেলে লেখেন, আমরা গ্র্যান্ড ত্রিশে পৌঁছানোর কথা ভেবেছিলাম, কিন্তু মনে হয় সবকিছুরই একটা অজানা সমাপ্তি আছে। এমনকি ভগ্ন হৃদয়ের ভারে ঈশ্বরের সিংহাসনও কেঁপে উঠতে পারে। আমরা ছিন্নভিন্ন হয়েও অর্থ খুঁজি, যদিও এই টুকরোগুলো আর আগের মতো হবে না। আমাদের বন্ধুদের বলি, যখন আমরা এই হৃদয়বিদারক অধ্যায়ের মধ্য দিয়ে যাচ্ছি, তখন আপনারা উদারতার সঙ্গে আমাদের গোপনীয়তাকে সম্মান করেছেন বলে ধন্যবাদ।

একই দিনে কয়েক ঘণ্টার মধ্যেই রহমানের দলের বেজিস্ট মোহিনী দে নিজের বিবাহবিচ্ছেদের কথা জানান ইনস্টাগ্রামে। সংগীত পরিচালক স্বামী মার্ক হার্টসাচের সঙ্গে যৌথ পোস্টে বিচ্ছেদের ঘোষণা করেন মোহিনী। তাই দুজনের কর্মক্ষেত্র একই, বিধায় বিচ্ছেদ হলেও তারা একসঙ্গে কাজ করে যাবেন বলেই জানিয়েছেন মোহিনী।

বিজ্ঞাপন

এ আর রহমান এবং মোহিনীর বিচ্ছেদের ঘোষণা দেওয়ায় নেটিজেনরা নানা ইঙ্গিত খুঁজে পাচ্ছেন। কেউ কেউ তো বলছেন, তবে কি রহমানের সঙ্গে তার সম্পর্ক রয়েছে। 

এদিকে মোহিনীকে জড়িয়ে নানা সংবাদ, ভিডিও প্রকাশ করায় চটেছেন এ আর রহমান। খবরগুলো সরাতে বলে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন তিনি। অন্যথায় আইনি পদক্ষেপ নেওয়ার হুমকি দেন। এবার বিষয়টি নিয়ে ফের মুখ খুললেন মোহিনী। জানালেন রহমান তার বাবার চেয়ে বড়।

বিজ্ঞাপন

সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় এক ভিডিও বার্তায় মোহিনী বলেন, আমার জীবনে পিতৃপ্রতিম অনেকেই রয়েছেন। তাদের মধ্যে অন্যতম রহমান। আট বছরেরও বেশি সময় তার সঙ্গে কাজ করেছি। তাকে অকারণ কলঙ্কিত করছেন। রহমান আমার বাবার থেকেও বড়!

এর আগে রহমানের সঙ্গে পরকীয়ার গুঞ্জন নিয়ে নিজের ইনস্টাগ্রামে দেওয়া এক স্টোরিতে লিখেছিলেন, সাক্ষাৎকারের জন্য পাহাড়প্রমাণ অনুরোধ উপচে পড়েছে আমার কাছে। আমি খুব ভালো করেই জানি যে, ঠিক কোন বিষয়ে আমার কাছ থেকে জানতে চাইছেন বা কী নিয়ে সকলে কথা বলতে চাইছেন। তাই খুব বিনয়ের সঙ্গেই সকলকে ফিরিয়ে দিচ্ছি কারণ এসব ভুয়া তথ্য, রটনা-জল্পনাযজ্ঞে কোনওরকম ঘৃতাহূতি করতে নারাজ আমি। এসব ফালতু গুজবে আমার শক্তিক্ষয় করার মতো সময় নেই। তাই দয়া করে, আমার গোপনীয়তাকে সম্মান করুন।

গত ২০ নভেম্বর মধ্যরাতে  সায়রা বানু নিজের আইনজীবী বন্দনা শাহর মাধ্যমে এক বিবৃতি দেন। সেখানে জানানো হয় বিচ্ছেদের কথা। এর কয়েক ঘণ্টা পর মোহিনীও সংগীত পরিচালক স্বামী মার্ক হার্টসাচের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন।

আরটিভি /এএ
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission