গায়িকাকে অনৈতিক প্রস্তাব গায়কের, অতঃপর...

বিনোদন ডেস্ক, আরটিভি

মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ , ১০:১৪ পিএম


সংগৃহীত
ছবি: সংগৃহীত

ওপার বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী ইমন চক্রবর্তী। লোকগানের পাশাপাশি আধুনিক হোক কিংবা রবীন্দ্রসংগীত, সব ধরনের গানেই পারদর্শী তিনি। পেয়েছেন জাতীয় পুরস্কারও। ওপার বাংলার পাশাপাশি বাংলাদেশেও বিভিন্ন সময় এসে পারফর্ম করে গেছেন এই গায়িকা।

ক্যারিয়ারে সফলতা পেলেও এই সাফল্যের পেছনে রয়েছে অতীতের তিক্ত অভিজ্ঞতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই ঘটনাই তুলে ধরলেন তিনি। জানালেন, এক গায়ক গাড়িতে বসেই তাকে অনৈতিক প্রস্তাব দিয়েছিলেন। 

বিজ্ঞাপন

গায়িকা বলেন, ঘটনাটা ২০১২ সালের। একজন সেলিব্রিটি গায়কের সঙ্গে একটি প্রোগ্রামে যাচ্ছি। গাড়িতে আমার বাবা সামনের সিটে বসা। ওই গায়ক ছিলেন পেছনে আমার পাশের সিটে। উনি ইশারায় আমাকে বলেছিলেন, ওনার সঙ্গে কোথাও যাওয়ার জন্য।

বিষয়টি মোটেও ভালোভাবে নেননি ইমন। গায়কের কু-প্রস্তাবের জবাবে ফুঁসে উঠে চিৎকার করে বলেছিলেন, ইউ ওয়ান্ট টু ডু ইট রাইট নাও? আপনি কি এখনই করতে চান?

বিজ্ঞাপন

এত বছর পর সেই ঘটনা ফাঁস করলেও সেই গায়কের নাম ফাঁস করেননি ইমন। শুধু জানালেন, প্রত্যেকের ক্যারিয়ারেই স্ট্রাগল থাকে। তারও ছিল। একটা সময় লিলুয়া থেকে রবীন্দ্রভারতী, সেখান থেকে টলিগঞ্জে গান শিখতে যেতেন। ফের বিশ্ববিদ্যালয়ে ফিরে রাত ১১টায় বাড়ি ফিরতেন। সহজ ছিল না এই সফর। 

ওই সাক্ষাৎকারে মিডিয়ার ওপর ক্ষোভ প্রাকশ করে ইমন বলেন, তার নতুন গান নিয়ে হইচই হয় না। অথচ বিকিনিতে ছবি দিলেই সেসব নিয়ে চর্চা। যা মোটেই কাম্য নয়।

আরটিভি /এএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission | powered by TechnoNext Software Limited.