রেকর্ড সৃষ্টি করে পর্দায় আসছে ‘মোয়ানা ২’

বিনোদন ডেস্ক, আরটিভি

বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ , ০৭:৪৭ পিএম


সংগৃহীত
ছবি:সংগৃহীত

সময়টা ২০১৬ সাল, ওই বছর আলোড়ন সৃষ্টি করেছিল ওয়ার্ল্ড ডিজনির অ্যানিমেশন সিনেমা ‘মোয়ানা’। রন ক্লেমেন্টস ও জন মুস্কারের যৌথ পরিচালনায় নির্মিত ছবিটি দর্শকদের হৃদয়ে জায়গা করে নেয় দারুণ মুগ্ধতায়। পলিনেশিয়ান দ্বীপের রাজকন্যা মোয়ানা একদিন মহাসমুদ্র পাড়ি দেয় ‘তে ফিতির’ নামক একটি পাথরের সঙ্গে এক রহস্যময় ধ্বংসাবশেষ ফের একত্র করার জন্য।

পথে তার সঙ্গী হয় কিংবদন্তি মাউয়ি ও তার পোষা মুরগি। এই নিয়েই এগিয়ে যায় সিনেমাটির গল্প। মুক্তির পরপরই বিশ্বজুড়ে ঝড় তোলে মোয়ানা। বক্স অফিসে ছবিটি আয় করে নেয় ৬৮৭ মিলিয়ন মার্কিন ডলার।

বিজ্ঞাপন

এরপর থেকেই সিনেমাটির পরবর্তী কিস্তি দেখার জন্য মুখিয়ে আছেন দর্শকরা। অপেক্ষাটা বেশ দীর্ঘ হলেও এবার তার পালা শেষ হতে চলেছে। পর্দায় আসছে ‘মোয়ানা ২’। গতকাল ২৭ নভেম্বর যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে ছবিটি।

এই ছবির চিত্রনাট্য লিখেছেন এবং পরিচালনা করেছেন ডেভিড জি ডেরিক জুনিয়র। এটি প্রথমে টেলিভিশন সিরিজ হিসেবে নির্মাণ করা হলেও পরে আরো কিছু কাজ করে এটাকে থিয়েট্রিক্যাল সিক্যুয়াল হিসেবে মুক্তি দেওয়া হচ্ছে। ‘মোয়ানা ২’-তে এবারও মোয়ানা চরিত্রে কণ্ঠ দিয়েছেন আউলি ক্রাভালিও এবং মাউয়ি চরিত্রে কণ্ঠ দিয়েছেন ডোয়াইন জনসন। গত ২৯ মে প্রকাশ করা হয় সিনেমাটির ট্রেলার।

এরপর প্রকাশ হয় একটি গান। যার শিরোনাম ‘উই আর ব্যাক’। গানটি ওয়াল্ট ডিজনি অ্যানিমেশন স্টুডিও এবং ডিজনি মিউজিকভেবোর ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়। ভিডিওতে ‘মোয়ানা’ চরিত্রে আউলি ক্রাভালহো ও ‘মাউই’ চরিত্রে ডোয়াইন জনসনকে দেখা যায়। গানটি বেশ সাড়া ফেলেছে দর্শদের মাঝে। এর আগে টিজারে আভাস পাওয়া যায়, এবারও পর্দা কাঁপাবে মোয়ানা। 

বিজ্ঞাপন

ছবিটি নিয়ে দর্শকদের উৎসাহ কতখানি তা বোঝা যায় অগ্রিম টিকেটের চাহিদা দেখে। অনলাইন টিকিট বিক্রেতা ফ্যান্ডাঙ্গোর তথ্য মতে, ‘মোয়ানা ২’ অগ্রিম টিকিট বিক্রিতে অবিশ্বাস্য সাফল্য অর্জন করেছে। এটি শুধু বছরের সবচেয়ে বেশি টিকিট বিক্রি হওয়া অ্যানিমেটেড সিনেমা নয় বরং এটি ২০২৪ সালের চতুর্থ সেরা প্রি-সেল শো হতে যাচ্ছে। ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’, ‘উইকেড পার্ট ওয়ান’ এবং ‘ডিউন: পার্ট টু’ এর পরেই আছে মোয়ানা ২- এর অবস্থান। তাই আগের ছবির মতো এ ছবিও যে আলোড়ন তুলতে যাচ্ছে তা বলার অবকাশ রাখে না। 

এর আগে ডিজনির পক্ষ থেকে ঘোষণা হয়েছিল যে অ্যানিমেটেড ফিল্ম মোয়ানার সিক্যুয়াল ছাড়াও এটি পূর্ণাঙ্গ চলচ্চিত্র আকারে রিমেক করা হচ্ছে। সেটি নির্মাণ করবেন থমাস কেইল। এতে ডোয়াইন জনসন অভিনয় করবেন, যা মুক্তি পাবে ২০২৬ সালের ১০ জুলাই।

আরটিভি/এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission | powered by TechnoNext Software Limited.