‘পুষ্পা ২’-এ সামান্থার মতো আলোড়ন ফেলতে পারলেন না শ্রীলীলা
২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমায় আইটেম গানে ঝড় তুলেছিলেন সামান্থা রুথ প্রভু। সেই ধারাবাহিকতায় সিনেমাটির দ্বিতীয় কিস্তির আইটেম গানের প্রস্তাব প্রথমে তাকেই দেওয়া হয়েছিল। তিনি নাকচ করায় প্রস্তাব দেওয়া হয় শ্রদ্ধা কাপুরকে। কিন্তু অভিনেত্রীর পারিশ্রমিক শুনে পিছিয়ে যান নির্মাতারা।
অবশেষে গানটির জন্য শ্রীলীলাকে বেছে নেন নির্মাতারা। তবে পুষ্পায় সামান্থার মতো আলোড়ন ফেলতে পারলেন না তিনি। আইটেম গানটির নাম ‘কিসিক’। পাঁচটি ভাষায় মুক্তি পেয়েছে এটি। এই গানের মাধ্যমে দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলার নাচের ঝলক প্রকাশ্যে আসে। এরপরই শুরু হয়েছে নেটিজেনদের চর্চা।
তাদের দাবি, পুষ্পায় সামান্থার চেয়ে পিছিয়ে রয়েছে শ্রীলীলার ‘কিসিক’। কোনোভাবেই সামান্থার ‘ও আন্তাভাকে’ ছুঁতে পারেনি তার ঝলকানি। আবার একাংশ মনে করছেন, গানটিতে শ্রীলীলাকে সামান্থার মতো করেই সাজিয়ে তোলা হয়েছে।
সামান্থার থেকে কম পারিশ্রমিক নেওয়ার ব্যাপারে এক সাক্ষাৎকারে শ্রীলীলা জানিয়েছিলেন, প্রযোজকের সঙ্গে পারিশ্রমিক নিয়ে তার কোনো আলোচনা হয়নি। তাই পারিশ্রমিক নিয়ে কোনো মন্তব্য করতে চান না তিনি।
শোনা যাচ্ছে, ‘কিসিক’র জন্য ২ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন এই আইটেম গার্ল। অন্যদিকে ‘ও আন্তাভা’র জন্য সামান্থা নিয়েছিলেন ৫ কোটি রুপি।
জানা গেছে, সিনেমায় নাকি ‘কিসিক’ গানের বিশেষ ভূমিকা রয়েছে। তাই নাচের সম্পূর্ণ ভিডিও ‘পুষ্পা টু’ মুক্তি পাওয়ার পরই দর্শক দেখতে পাবেন।
আরটিভি/এইচএসকে/এস
মন্তব্য করুন