• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

বাড়িতে ডেকে শ্লীলতাহানির অভিযোগ শরদ কাপুরের বিরুদ্ধে

বিনোদন ডেস্ক, আরটিভি

  ০১ ডিসেম্বর ২০২৪, ১৩:২২
শরদ কাপুর

মাঝে মধ্যেই তারকাদের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ওঠে গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে। এবার বলিউড অভিনেতা শরদ কাপুরের বিরুদ্ধে বাড়িতে ডেকে শ্লীলতাহানির অভিযোগ করেছেন এক নারী। ইতোমধ্যে এ ঘটনায় থানায় এফআইআর দায়ের করেছেন ভুক্তভোগী।

ওই নারী জানান, সামাজিক যোগাযোগমাধ্যম শরদের সঙ্গে পরিচয় হয় তার। এরপর ভিডিও কলেও কথা হয় দুজনের। শরদ নাকি ওই নারীকে বলেছিলেন যে, নতুন সিনে প্রজেক্ট সম্পর্কিত বিষয়ে তার সঙ্গে দেখা করতে চান অভিনেতা।

এরপরই অফিসে দেখা করার নাম করে তাকে বাড়ির লোকেশন পাঠিয়ে তার খার এলাকার অফিসে আসতে বলেন শরদ। কিন্তু লোকেশনে গিয়ে ওই নারী দেখতে পান যে এটি অভিনেতার অফিস নয়, বরং বাড়ি। বেল বাজাতেই এক ব্যক্তি এসে দরজা খুলে দেওয়া মাত্রই শরদ তার বেডরুম থেকে আওয়াজ দিয়ে তাকে ভেতরে ডাকেন।

ভুক্তভোগী নারী পুলিশকে জানিয়েছেন, বেডরুমের দরজার সামনে যেতেই তিনি দেখতে পান শরদের শরীরে কোনো পোশাক নেই। সঙ্গে সঙ্গে অভিনেতাকে জামাকাপড় পরার অনুরোধ করেন তিনি। কিন্তু সেটা না করে তাকে কুপ্রস্তাব দেয় শরদ। অভিনেতার অনৈতিক প্রস্তাব প্রত্যাখ্যান করা মাত্রই অভিনেতা জোর করে স্পর্শও করেন তাকে।

পুরো ঘটনা ভুক্তভোগী নারী তার এক বন্ধুকে জানালে থানায় অভিযোগ দায়ের করেন তারা। ভারতীয় নব্য সংহিতার ৭৪, ৭৫ এবং ৭৯ ধারায় অভিযোগ দায়ের হয়েছে শরদ কাপুরের বিরুদ্ধে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি খতিয়ে দেখছেন তারা। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। জেরার জন্য ইতোমধ্যেই শরদ কাপুরের কাছে নোটিশ পাঠিয়েছে মুম্বাই পুলিশ।

আরটিভি/এইচএসকে/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের আরও ৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
লোহাগড়ায় পুলিশ সদস্যকে কুপিয়ে জখম
একযোগে ৪১ পুলিশ কর্মকর্তাকে বদলি
পুলিশ জন-আকাঙ্ক্ষা পূরণে অঙ্গীকারবদ্ধ: আইজিপি