• ঢাকা সোমবার, ০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১
logo

শাকিবের ‘দরদ’কে পাকিস্তানের না

আরটিভি নিউজ

  ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯:১৩
সংগৃহীত
ছবি:সংগৃহীত

সম্প্রতি বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত ‘দরদ’ সিনেমা। ছবির নির্মাতা শুরু থেকেই বলে আসছিলেন বাংলাদেশ ও ভারতে একই দিনে মুক্তি পাবে ছবিটি। গত ১৫ নভেম্বর বাংলাদেশে মুক্তি পাওয়া এই ছবিটি প্যান ইন্ডিয়ান বলা হলেও এখনও ভারতে মুক্তি পায়নি।

এদিকে পাকিস্তানেও বাংলাদেশের সিনেমার বাজার তৈরি হয়েছে। গত ঈদে বাংলাদেশের ‘মোনা: জ্বীন-২’ পাকিস্তানের লাহোর, করাচি, ইসলামাবাদসহ বিভিন্ন প্রদেশের ২৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এরপর শাকিব খান অভিনীত ‘তুফান’ সিনেমা পাকিস্তানের ৪৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। সর্বশেষ ‘দরদ’ সিনেমা পাকিস্তানে মুক্তি পাওয়ার কথা থাকলেও মুখ ফিরিয়ে নেয় দেশটির প্রদর্শকরা। জানা গেছে, প্রিভিউয়ের পর পাকিস্তানে ছবিটির মুক্তি প্রত্যাখ্যান করা হয়েছে।

এ প্রসঙ্গে পরিচালক অনন্য মামুন সংবাদমাধ্যমকে বলেন, একটি প্রিভিউ কমিটি প্রত্যাখ্যান করেছে। আরও কমিটি আছে, তারা দেখার পর গৃহীত হতে পারে।ভারতে ছবি মুক্তি পেল না কেন জানতে চাইলে তিনি বলেন, ভারতে ছবি মুক্তির ব্যাপারে কথা চলছে। আগামী মাসে ইতিবাচক খবর জানতে পারবো।

সাইকো থ্রিলার গল্পের সিনেমা ‘দরদ’। এতে শাকিবের বিপরীতে আছেন বলিউডের সোনাল চৌহান। আরও রয়েছেন বাংলাদেশের সাফা মারওয়া। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন এলিনা শাম্মী, রাহুল দেব প্রমুখ। ছবিটির প্রযোজক পশ্চিমবঙ্গের এসকে মুভিজ, বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট এবং মুম্বাইয়ের ওয়ান ওয়ার্ল্ড মুভিজ।

আরটিভি/এএ/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শাকিবের বরবাদে কলকাতার আরও এক অভিনেত্রী
স্টেডিয়ামে বসে দলের হার দেখলেন শাকিব খান
ঢাকার ম্যাচ দেখতে মিরপুরে আসছেন শাকিব খান
শাকিবের সঙ্গে সম্পর্কের গুঞ্জনে মুখ খুললেন ইধিকা