বাসা থেকে অভিনেত্রী ও সংগীতশিল্পীর মরদেহ উদ্ধার

বিনোদন ডেস্ক, আরটিভি

রোববার, ০৮ ডিসেম্বর ২০২৪ , ০৮:৪৬ পিএম


বাসা থেকে অভিনেত্রী ও সংগীতশিল্পীর মরদেহ উদ্ধার

বাসার বাথটাব থেকে জাপানি অভিনেত্রী ও সংগীতশিল্পী মিহো নাকায়ামারের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (৬ ডিসেম্বর) টোকিওর বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয় তার। মৃত্যুকালে ৫৪ বছর বয়স হয়েছিল এ অভিনেত্রীর।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, শুক্রবার (৬ ডিসেম্বর) পরিচিত এক ব্যক্তি খুঁজছিলেন অভিনেত্রীকে। পরে একপর্যায়ে বাসার বাথটাবে দেখতে পান। এরপর প্যারামেডিকেলদের খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে এসে মৃত্যু নিশ্চিত করেন জাপানি তারকার।

বিজ্ঞাপন

ওই দিন জাপানের ওসাকা শহরে একটি ক্রিসমাস শোয়ে অংশ নেওয়ার কথা ছিল অভিনেত্রী মিহো নাকায়ামার। কিন্তু স্বাস্থ্যগত জটিলতার কারণে সেই অনুষ্ঠানের শিডিউল বাতিল করেন তিনি। তবে মৃত্যুর পর এর কারণ তদন্ত করা হচ্ছে বলে জানা গেছে।

এদিকে অভিনেত্রীর সংস্থা থেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে বলা হয়েছে, মিহো নাকায়ামার আকস্মিক মৃত্যুতে আমরা হতবাক। তবে ঠিক কী কারণে মৃত্যু হয়েছে তার, এ বিষয়ে কিছু জানানো হয়নি বিবৃতিতে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ১৯৮০ এবং ৯০-এর দশকে একজন সংগীতশিল্পী হিসেবে সাফল্য লাভ করেন মিহো নাকায়ামা। জে-পপের প্রভাব এবং তারকা খ্যাতির কারণে ১৯৯৫ সালে ‘লাভ লেটার’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার। এর মাধ্যমে অভিনেত্রী হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেন তিনি।

১৯৮০ এর দশকে জাপানের অন্যতম একজন টিন আইডল ছিলেন মিহো নাকায়ামা। তবে বড়পর্দায় অভিষেকের পর তারকা খ্যাতি আরও বেড়ে যায় তার। তার অভিনীত ‘লাভ লেটার’ সিনেমা নিজ দেশ অতিক্রম করে আন্তর্জাতিকভাবেও প্রশংসিত।

আরটিভি/এএ
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission