যাকে বিয়ে করলেন অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
চলতি বছরজুড়েই ছিল তারকাদের বিয়ের ধুম। মৌসুমী হামিদ, জোভান, চমক, অর্ষা, স্বাগতা, তামিম, নাদিয়া, সুজানা, শিরিন শিলাসহ প্রায় একঝাঁক তারকা। এবার ২০২৪ কে বিদায় জানানোর আগেই বিয়ের পিঁড়িতে বসলেন মডেল ও অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। পারিবারিক আয়োজনে গত ২৭ ডিসেম্বর জীবনের নতুন অধ্যায় শুরু করলেন তিনি।
জানা গেছে, প্রিয়ন্তীর স্বামীর নাম সালমান আহমেদ। বর্তমানে দেশের একটি জাতীয় দৈনিকের বিপণন বিভাগে কর্মরত রয়েছেন তিনি। ফেসবুক এক স্ট্যাটাসে বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন প্রিয়ন্তী-সালমান দুজনেই।
শুক্রবার (২৭ ডিসেম্বর) গুলশান আজাদ মসজিদে অভিনেত্রীর বিবাহ কার্যক্রম সম্পন্ন হয়। বিয়েতে দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, বছরখানেকের পরিচয় থেকে বন্ধুত্ব উর্বী-সালমানের। চলতি বছরে জুলাইয়ে ছিল অভিনেত্রীর জন্মদিন। আর তাই বিশেষ এই দিনে ছয় বন্ধুকে নিয়ে কক্সবাজারে গিয়েছিলেন তিনি। সঙ্গে সেই বন্ধুও ছিলেন।
সমুদ্রের তীরে বসে ছিলেন উর্বী। সেখানেই সিনেম্যাটিক স্টাইলে অভিনেত্রীকে পায়েল পরিয়ে দিয়ে বিয়ের প্রস্তাব দেন সালমান। সালমানের প্রস্তাবে সাড়া না দিয়ে পারেননি এই অভিনেত্রী। এরপর আর ব্যাপারটা দুজনের মধ্যে আটকে থাকেনি। পারিবারিকভাবে গড়িয়েছে।
প্রসঙ্গত, ২০১৯ সালে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে নাম লেখান উর্বী। এখন নিয়মিত নাটক ও ওয়েব সিরিজে অভিনয় করছেন। মিষ্টি হাসি ও সাবলীল অভিনয় দিয়ে এখন পর্দার প্রিয় মুখ উর্বী।
আরটিভি/এএ-টি
মন্তব্য করুন