শাকিবের বরবাদে কলকাতার আরও এক অভিনেত্রী
চলতি বছরের ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার কথা রয়েছে শাকিব খান অভিনীত সিনেমা ‘বরবাদ’। এই সিনেমায় অভিনয় করছেন কলকাতার বেশ কয়েকজন তারকা। সে তালিকায় রয়েছেন ইধিকা পাল, যিশু সেনগুপ্ত ও নুসরাত জাহান। এবার যুক্ত হলো টালিউডের আরেক অভিনেত্রী।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, ‘বরবাদ’ সিনেমায় ইধিকার বোনের চরিত্রে দেখা যাবে কলকাতার অভিনেত্রী রিয়া গাঙ্গুলীকে। সিনেমাটির পরিচালনায় রয়েছেন মেহেদী হাসান হৃদয়।
‘বরবাদ’-এ ঠিক কীভাবে নিজেকে উপস্থাপন করবেন? এমন প্রশ্নের জবাবে রিয়া বলেন, আমাকে কীভাবে দেখা যাবে তা পর্দার জন্য তোলা থাক। আমি এখন কিছুই বলতে পারব না। তবে এটা বলতে পারি, যথেষ্ট গুরুত্বপূর্ণ চরিত্রেই আপনারা দেখতে পাবেন আমাকে।
‘বরবাদ’র বেশিরভাগ শুটিংই হবে ভারতে। এই সিনেমার শুটিং সেটেই দেখা গেছে বলিউডের বিখ্যাত পরিচালক, প্রযোজক মহেশ ভাটকে। এরপর থেকেই সিনেমাটি নিয়ে শোবিজপাড়ায় আলোচনা ও আগ্রহ দ্বিগুণ বেড়ে যায় দর্শকদের।
আরটিভি/এইচএসকে/এস
মন্তব্য করুন