• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

বাবাকে নিয়ে জয়ের আবেগঘন পোস্ট

বিনোদন ডেস্ক, আরটিভি

  ২১ জানুয়ারি ২০২৫, ১০:৫৬
সংগৃহীত
ছবি: সংগৃহীত

ছোট ও বড় পর্দার অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। অভিনয়ে, নির্মাণে, উপস্থাপনায়-নিজেকে প্রমাণ করে চলেছেন আড়াই দশক ধরে। তবে সব ছাপিয়ে তার বড় গুণটি হচ্ছে, তিনি নিজেকে কখনও লুকান না। নিজের ও অন্যের সম্পর্কে যা ভাবেন সেটি প্রকাশ করে দেন অকপটে। প্রয়োজনে প্রকাশ্যে ক্ষমা চাইতেও তিনি দ্বিধা করেন না।

কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব থাকেন তিনি। সম্প্রতি জয় তার বাবাকে নেয় এক আবেগঘন পোস্ট দিয়েছেন। যেখানে উল্লেখ করেছেন, বাবা হারানোর চার বছর। বাবার মতো ছায়া কেউ দেয় না।

শেয়ার করা ছবিতে দেখা যায়, জয় তার দুই ছেলের সঙ্গে সোফায় বসে রয়েছে, পাশে রয়েছেন অভিনেতার বাবা। আরেকটি ছবিতে বাবা-ছেলে ক্যামেরাবন্দি হয়েছেন।

শাহরিয়ার নাজিম জয় লিখেছেন, বাবা হারানোর চার বছর। বাবার মত ছায়া কেউ দেয় না। যেমন মায়ের মতো মায়া অন্য কেউ দিতে পারে না। আমার ছায়া নেই কিন্তু এখনো মায়া আছে। যাদের মায়া এবং ছায়া দুটোই নেই তারা বাঁচে কীভাবে?

জয়ের সেই পোস্টে কমেন্ট বক্সে এক নেটিজেন লিখেছেন, আল্লাহ এই পৃথিবী ছেড়ে চলে যাওয়া সকল মা বাবাকে তুমি জান্নাত নসিব করিও আমীন।

আরটিভি/এএ/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অভিমান আর ঘৃণা না পেলে জীবনটা আরও মধুর হতো: জয়
জমি পাওয়ার জন্য ড. ইউনূস স্যারকেও বাবা ডাকতে রাজি আছি: জয়
জয়কে ‘ব্ল্যাক মানি’ থেকে বাদ দেওয়া প্রসঙ্গে মুখ খুললেন রাফী
বিপাকে শাহরিয়ার নাজিম জয়, হারাচ্ছেন কাজ