চোখ বেঁধে হিমঘরে আটকে রাখা হয় ফিলিস্তিনের অস্কারজয়ী নির্মাতাকে, অতঃপর...

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫ , ০২:১৫ পিএম


চোখ বেঁধে হিমঘরে আটকে রাখা হয় ফিলিস্তিনের অস্কারজয়ী নির্মাতাকে, অতঃপর...

সপ্তাহখানেক আগেই ফিলিস্তিনি তথ্যচিত্র ‘নো আদার ল্যান্ড’ এর জন্য অস্কার জেতেন নির্মাতা হামদান বল্লাল। তথ্যচিত্রে ইসরায়েলি দখলদারিত্ব তুলে ধরা এই নির্মাতা এবার ব্যাপক নির্যাতনের শিকার।

বিজ্ঞাপন

Hamdan-Ballal-67e3d90a28e55

সম্প্রতি বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) দেওয়া এক সাক্ষাৎকারে সেই নির্যাতনের ভয়াবহতা তুলে ধরেন নির্মাতা। জানান, ফিলিস্তিনের পশ্চিম তীরে অবস্থিত সুসিয়া গ্রামে অভিযান চালায় ইসরায়েলি সৈন্যরা; এ সময় হামদানকে তুলে নিয়ে যায়। তাকে পশ্চিম তীরের সামরিক ঘাঁটিতে ফেলে রাখা হয়, চালানো হয় পাশবিক নির্যাতন।

বিজ্ঞাপন

images

সেই নির্যাতনের বর্ণনা তুলে ধরে নির্মাতা জানান, পুরোটা সময় তার চোখ বাঁধা ছিল, এমনকি বরফের মতো ঠান্ডা হিমঘরে তাকে বন্দি করে রাখা হয়। তার সঙ্গে আরও দুইজন ছিল। হামদান বলেন, ‘সারারাত ঠান্ডায় কাতরাচ্ছিলাম। সেই ঘরে কিছু দেখা যাচ্ছিল না, ইসরায়েলি সৈন্যরা আমার এমন অবস্থা দেখে হাসাহাসি করছিল’।

এদিকে সংবাদমাধ্যম এপি জানিয়েছে যে, তাদের সাংবাদিকরা সেই নির্মাতার সঙ্গে আরও দুই ফিলিস্তিনিকে পশ্চিম তীরের ইসরায়েলি ঘাঁটি থেকে বের হতে দেখেছেন। এ সময় তাদের মুখে ব্যাপক আঘাতের চিহ্নসহ রক্তাক্ত অবস্থায় দেখা যায়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে অস্কারের ৯৭তম আসরে হামদান বল্লালসহ আরও তিন নির্মাতা অস্কার জেতেন। সেই তথ্যচিত্রে তারা ইসরায়েলি দখলদারিত্বের মুখে ফিলিস্তিনিদের জীবন সংগ্রামের চিত্র ফ্রেমবন্দি করেন।

আরটিভি/এএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission