দেশীয় ছবির জনপ্রিয় নায়ক নিরব। বলিউডের ‘বালা’ ছবিতে অভিনয় করে বছরজুড়েই আলোচনায় ছিলেন গেইমখ্যাত এ অভিনেতা। এবার নতুন করে আলোচনা তৈরি হয়েছে নিরবকে ঘিরে।
২০১৪ সালে মালয়েশিয়ার ছবি ‘বাংলাশিয়া’য় প্রধান চরিত্রে কাজ করেন তিনি। এ ছবির বেশকিছু ভিডিও ইউটিউবে প্রকাশ হয়। এরইমধ্যে ছবির ট্রেইলারটি অনলাইনে তোলপাড় তৈরি করেছে।
‘চার অক্ষরে ভালোবাসা’ তারকার অভিনীত এ ছবিটি ‘মাংগালা কাউবয়’ নামে শুটিং শুরু হলেও পরিবর্তন করে ‘বাংলাশিয়া’ রাখা হয়। ৯২ মিনিটের চলচ্চিত্রটি জাপানের ওসাকা এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়।
বাংলাসহ মোট ৬টি ভাষায় সাব টাইটেলে ডাবিং হয়েছে। পরিচালনা করেছেন মালয়েশিয়ার পরিচালক ন্যামউই। নিরবের বিপরীতে অভিনয় করেছেন সিঙ্গাপুরের অভিনেত্রী আতিকা সোহাইমি।
এতোদিন সেন্সর জটিলতায় আটকে থাকলেও শিগগিরই ছবিটি মুক্তি পাবে বলে জানালেন নিরব। ছবির অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বললেন, ‘প্রায় দেড় মাস মালয়েশিয়া থেকে ছবির শুটিং করেছিলাম। অ্যাকশন-কমেডি ঘরানার ছবির শুটিং প্রতিদিনই ভোর ৪টা নাগাদ শুটিং শুরু হতো। খুব ভালো লাগছে, একটু দেরিতে হলেও ছবিটি মুক্তি পেতে যাচ্ছে।’
এ ছবির দৃশ্যধারণ হয়েছে মালেয়েশিয়ার পুচং, সেরামবান, কালাং, চায়না টাউন, পোর্টকালংসহ বিভিন্ন লোকেশনে।
নিরব এখন কাজ করছেন 'ভালোবেসে তোর হব' চলচ্চিত্রে। মুক্তির অপেক্ষায় আছে এ অভিনেতার ‘গেইম-২’ ছবিটি।
এইচএম