দাদি হলেন মমতাজ

আরটিভি অনলাইন রিপোর্ট

সোমবার, ১৯ নভেম্বর ২০১৮ , ০৬:০৬ পিএম


দাদি হলেন মমতাজ
ছবি: সংগৃহীত

নির্বাচনী প্রচারণা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন জনপ্রিয় লোকসংগীত শিল্পী মমতাজ। এরই মধ্যে তার ঘরে আনন্দের খবর এলো। দাদি হয়েছেন মমতাজ। তার ছেলে মেহেদী খান কন্যা সন্তানের বাবা হয়েছেন।

বিজ্ঞাপন

আজ সোমবার, ১৯ নভেম্বর দুপুর সাড়ে ১২টায় রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে মেহেদী খানের স্ত্রী চৈতি দেওয়ান সন্তানের মা হন। বর্তমানে চৈতি দেওয়ান ও তার সন্তান সুস্থ আছেন।

নাতনির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন মমতাজ। তিনি বলেন, ‘আমার মেহেদীর ঘরে এক টুকরা চাঁদের আলো। আমার একটা নতুন নাম হলো, দাদি। সবাই দোয়া করবেন।’

বিজ্ঞাপন

মমতাজ এখন আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। হাসপাতালে নাতনির মুখ দেখেই ছুটে যান মানিকগঞ্জে তার নির্বাচনী এলাকায়। নির্বাচনে অংশ নেওয়ার জন্য এরই মধ্যে আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তিনি।

নির্বাচনী ব্যস্ততার মাঝেও গানের মঞ্চেও দেখা যাচ্ছে তাকে। গেলো শুক্রবার রাজধানীর আর্মি স্টেডিয়ামে ‘ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎসব’-এ গান গেয়েছেন মমতাজ। এছাড়া দেশজুড়ে উন্নয়ন কনসার্টেও সম্প্রতি গান গেয়েছেন তিনি।

বিজ্ঞাপন

উল্লেখ্য মমতাজের গুরু ‘মাতাল কবি’ রাজ্জাক দেওয়ানের ছোট ছেলে সুজন দেওয়ানের মেয়ে চৈতি দেওয়ানের সঙ্গে মেহেদী খানের বিয়ে হয়েছে ২০১৬ সালে ১৪ ফেব্রুয়ারি।

পিআর/এম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission