ভারতীয় বাংলা সিরিয়ালের সংকট যেন কাটছেই না। মাঝে মাঝে সেখানকার শিল্পী ও কলাকুশলীরা পারিশ্রমিক না পেয়ে আন্দোলনের ডাক দিচ্ছেন। এবার অভিযোগ উঠেছে প্রযোজক সুব্রত রায় শিল্পীদের বকেয়া টাকা মেটাচ্ছেন না। তার প্রযোজনায় বিভিন্ন চ্যানেলে পাঁচটি ধারাবাহিক চলছে।
বিষয়টি নিয়ে শিল্পীরা আর্টিস্ট ফোরামে অভিযোগ করেছেন। আপাতত শিল্পীদের কাজ বন্ধ রাখতে বলে আর্টিস্ট ফোরাম। এর প্রেক্ষিতে শুক্রবার সুব্রত রায়ের প্রযোজনা সংস্থার কোনও ধারাবাহিকেরই শুটিং হয়নি। খবর আনন্দবাজার পত্রিকার।
সুব্রত প্রযোজনায়‘করুণাময়ী রানি রাসমণি’, ‘দেবী চৌধুরানী’, ‘সৌদামিনীর সংসার’, ‘তারাপীঠ’, ‘মা মনসা’র মতো সিরিয়াল নির্মিত হয়েছে। এই প্রযোজকের কাছে নাকি ১১ কোটি টাকারও বেশি পাওনা রয়েছে। কিন্তু তিনি দিনের পর দিন টাকা না দিয়ে শিল্পীদের ঘুরাচ্ছেন।
এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, কোনও পরিস্থিতিতেই শুটিং বন্ধ রাখা যাবে না। এদিকে আর্টিস্ট ফোরামের বক্তব্য, দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থায় তাদের কাছে একটাই পথ।
এম